ইহুদিবাদী ইসরাইলের ওপর অস্ত্র ও তেল অবরোধ আরোপ করুন 
https://parstoday.ir/bn/news/world-i137004-ইহুদিবাদী_ইসরাইলের_ওপর_অস্ত্র_ও_তেল_অবরোধ_আরোপ_করুন
ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিস্কা আলবানিজ ইহুদিবাদী ইসরাইলের ওপর অস্ত্র এবং তেল অবরোধ আরোপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৬, ২০২৪ ১৪:২০ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের ওপর অস্ত্র ও তেল অবরোধ আরোপ করুন 

ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিস্কা আলবানিজ ইহুদিবাদী ইসরাইলের ওপর অস্ত্র এবং তেল অবরোধ আরোপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। 

গতকাল (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, "এ মুহুর্তে ইসরাইল তার আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো এমন মাত্রায় পরিত্যাগ করেছে যার কারণে অবিলম্বে এবং নিঃশর্তভাবে তার ওপর অস্ত্র ও তেল নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।" 

ইসরাইলের কাছে অস্ত্র এবং সামরিক সহায়তা পাঠানোর ব্যাপারে আমেরিকা এবং কয়েকটি পশ্চিমা দেশকে অভিযুক্ত করেন আলবানিজ। তিনি বলেন, গণহত্যা বিষয়ক কনভেনশন অনুযায়ী গণহত্যায় সহযোগিতা করা অপরাধ। ফলে, ইসরাইল গাজায় যে গণহত্যা চালাচ্ছে তাতে সহায়তা করার ক্ষেত্রে প্রাথমিকভাবে আমেরিকা এবং বেশ কয়েকটি দেশ ইসরাইলের কাছে রাজনৈতিক ও সামরিক সহায়তা পাঠিয়ে সেই হত্যাকাণ্ডে সহায়তা করেছে, এটা পরিষ্কার। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে, ইসরাইলের প্রতি আমেরিকা ও পশ্চিমা কয়েকটি দেশের এই সমর্থন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলকে এই ধরনের সহায়তা না দেয়ার ব্যাপারে যে অন্তর্বর্তীকালীন নির্দেশনা দিয়েছে তারও লংঘন। 

গত জানুয়ারি মাসে আন্তর্জাতিক বিচার আদালত ইহুদিবাদী ইসরাইলের দখলদার সরকারকে নির্দেশ দিয়েছিল যে, গাজায় গণহত্যা বন্ধের ব্যাপারে তার ক্ষমতার ভেতরে সবকিছু করতে হবে। 

আলবানিজ বলেন, ইউরোপীয় ইউনিয়নকেও ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে; শুধুমাত্র উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিলে চলবে না। এই উগ্রপন্থী বসতি স্থাপনকারীরা ইসরাইলের সম্প্রসারণবাদীতার অংশ হিসেবে কাজ করছে। ফলে ইসরাইলকে লক্ষ্যবস্তু করেই নিষেধাজ্ঞা দিতে হবে; উগ্র বসতি স্থাপনকারীরা মূল অপরাধী নয়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৬

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।