আরকানসাসের অস্ত্র কারখানায় বিস্ফোরণ; দুই ব্যক্তি আহত
https://parstoday.ir/bn/news/world-i139272-আরকানসাসের_অস্ত্র_কারখানায়_বিস্ফোরণ_দুই_ব্যক্তি_আহত
আমেরিকার আরকানসাস অঙ্গরাজ্যের ক্যামডেনে অবস্থিত জেনারেল ডাইনামিকসের অস্ত্র কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে দুই ব্যক্তি আহত হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৪, ২০২৪ ১৩:৪৮ Asia/Dhaka
  • আরকানসাসের অস্ত্র কারখানায় বিস্ফোরণ; দুই ব্যক্তি আহত

আমেরিকার আরকানসাস অঙ্গরাজ্যের ক্যামডেনে অবস্থিত জেনারেল ডাইনামিকসের অস্ত্র কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে দুই ব্যক্তি আহত হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে।

কারখানাটিতে জ্যাভেলিন ও হেলফায়ার ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড এবং কামান ও মর্টারের গোলা তৈরি করা হয়। গতকাল (বুধবার) সকাল আটটার পরপরই এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে কোম্পানির মুখপাত্র বেকারলি হোয়েলি সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান, বিস্ফোরণে ঘটনায় অন্তত দুই ব্যক্তি আহত এবং একজন নিখোঁজ রয়েছে। বেকারলি বলেন, বিস্ফোরণের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং এ ব্যাপারে আমরা পরিপূর্ণভাবে সহযোগিতা করছি।

তবে বিস্ফোণের ঘটনায় আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর কিনা বেকারলি তা বিস্তারিত জানানি। এছাড়া, বিস্ফোরণে কারখানার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাও তিনি বলেননি। অবশ্য, ক্যালহাউন কাউন্টির বিচারক ফ্লয়েড নাট আরকানসাস ডেমোক্র্যাট এবং গেজেটকে বলেছেন, ঘটনাটি "গুরুতর" এবং ক্যামডেন কারখানায় এটি প্রথম বিস্ফোরণের ঘটনা।

আমেরিকার এই অস্ত্র কারখানায় তৈরি করা ১০ হাজারের বেশি জাভেলিন ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে। এছাড়া, যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৩০ লাখের বেশি কামান ও মর্টারের গোলা পাঠানো হয়েছে। 

চলতি বছরের প্রথম দিকে পেন্টাগন ঘোষণা করেছিল যে, আমেরিকা প্রতিমাসে ১৫৫ মিলিমিটারের ৭০ হাজার গোলা উৎপাদন করবে। বর্তমানে প্রতিমাসে এ ধরনের ২৮ হাজার গোলা উৎপাদন করে। সাম্প্রতিক সময়ে ক্যামডেন কারখানায় গোলা উৎপাদনের পরিমাণ বাড়ানো হয়েছিল কিনা তা পরিষ্কার নয়।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।