দখলদার ইসরাইলকে এরদোগানের তেল সহায়তার নথি ফাঁস
https://parstoday.ir/bn/news/world-i146186-দখলদার_ইসরাইলকে_এরদোগানের_তেল_সহায়তার_নথি_ফাঁস
পার্সটুডে- তুরস্কের পার্লামেন্টের একজন সদস্য সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবি এবং ন্যাভিগেশনাল ডেটা নথি দেখিয়েছেন যা থেকে প্রমাণিত হয়েছে তুরস্ক ইসরাইলকে তেল সহায়তা দিচ্ছে। তিনি তুরস্কের সংসদে এ সংক্রান্ত প্রমাণপত্র তুলে ধরেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২১, ২০২৫ ১৯:৪৬ Asia/Dhaka
  • দখলদার ইসরাইলকে এরদোগানের তেল সহায়তার নথি ফাঁস
    দখলদার ইসরাইলকে এরদোগানের তেল সহায়তার নথি ফাঁস

পার্সটুডে- তুরস্কের পার্লামেন্টের একজন সদস্য সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবি এবং ন্যাভিগেশনাল ডেটা নথি দেখিয়েছেন যা থেকে প্রমাণিত হয়েছে তুরস্ক ইসরাইলকে তেল সহায়তা দিচ্ছে। তিনি তুরস্কের সংসদে এ সংক্রান্ত প্রমাণপত্র তুলে ধরেছেন।

তুর্কি এই সংসদ সদস্য গেরগারলি ওগলুর বক্তব্যের একটি ভিডিও সোসাল  মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি এ কথা ফাঁস করে দিয়েছেন যে, তুরস্ক এখনও ইসরাইলের জন্য অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ। পার্সটুডে জানিয়েছে, গত ডিসেম্বরের মাঝামাঝি তুরস্কের পার্লামেন্টে গেরগারলি ওগলু বলেছিলেন: আমাদের তেলবাহী জাহাজগুলো তাদের অবস্থানের ট্রান্সমিটারগুলো বন্ধ করে দিয়েছিল এবং এমন একটা ভান করেছিল যে তারা ইতালিতে যাচ্ছে; কিন্তু আমরা স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করে দেখেছি, তেল বহনকারী তুরস্কের এই জাহাজগুলো ইসরাইলের "হাইফা" এবং "আশদোদ" বন্দরে চলে গেছে।

তার এ সংক্রান্ত বক্তব্যের ভিডিও চলতি সপ্তাহে সোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এর আগে, তুরস্কের পরিসংখ্যান অফিসের রিপোর্টেও প্রমাণিত হয়েছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের নৃশংস হামলার মধ্যেও প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সরকার ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি করেছিল।

তুর্কিই প্রথম মুসলিম দেশ যারা ইসরাইলকে স্বীকৃতি দেয় এবং এর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করে।

তুর্কি এবং ইসরাইলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ১৯৪৯ সালে স্বাভাবিক হয়, যা পরবর্তীতে সাংস্কৃতিক, বাণিজ্যিক এমনকি সামরিক ক্ষেত্রে সহযোগিতা পর্যায়ে পৌঁছেছিল।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ছিলেন প্রথম মুসলিম নেতা যিনি ইসরাইলে গিয়ে ইসরাইলের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জেলের কবর পরিদর্শন করেন।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।