ডেনমার্কের গণতন্ত্রের দাবি ফিলিস্তিন ইস্যুতে প্রশ্নবিদ্ধ: সম্পাদক লিকবার্গ
https://parstoday.ir/bn/news/world-i149734-ডেনমার্কের_গণতন্ত্রের_দাবি_ফিলিস্তিন_ইস্যুতে_প্রশ্নবিদ্ধ_সম্পাদক_লিকবার্গ
পার্সটুডে- ডেনমার্কের পত্রিকা 'ইনফরমেশন' এর সম্পাদক রন লিকবার্গ বলেছেন, ফিলিস্তিন ইস্যু ডেনমার্কের গণতন্ত্রের দাবিকে প্রশ্নবিদ্ধ করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৬, ২০২৫ ১৭:০৭ Asia/Dhaka
  • ডেনমার্কের সংসদ
    ডেনমার্কের সংসদ

পার্সটুডে- ডেনমার্কের পত্রিকা 'ইনফরমেশন' এর সম্পাদক রন লিকবার্গ বলেছেন, ফিলিস্তিন ইস্যু ডেনমার্কের গণতন্ত্রের দাবিকে প্রশ্নবিদ্ধ করে।

পার্সটুডে'র তথ্য বলছে,  ডেনিশ সংবাদপত্র 'ইনফরমেশন'-এর সম্পাদক রন লিকবার্গ গতকাল 'দ্য গার্ডিয়ান'-এর এক নিবন্ধে ২০২৬ সালের স্কুল নির্বাচনের বিতর্কের বিষয়বস্তুর তালিকা থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ করে এটিকে দেশটির গণতন্ত্রের ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন। এই নিবন্ধে রন লিকবার্গ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বাদ দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে আরও বলেছেন, এই সিদ্ধান্তটি সংসদের স্পিকাররা ঘোষণা করেছেন এবং গত ৩০ বছর ধরে ডেনিশ সরকার পরিচালনাকারী দুই দল সোশ্যাল ডেমোক্র্যাটস এবং লিবারেল পার্টি তা মেনে নিয়েছে।

তিনি আরও বলেছেন- ফিলিস্তিন ইস্যুতে বিতর্কের বিরোধীরা যুক্তি দেখিয়েছেন যে, শ্রেণীকক্ষে আলোচনার জন্য ফিলিস্তিন ইস্যুটি অত্যন্ত বিতর্কিত এবং সংখ্যালঘু গোষ্ঠীর তরুণদের খুব অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে।

৪০০ স্প্যানিশ লেখক ইসরাইলকে যুদ্ধাপরাধী বলে সাব্যস্ত করেছেন

৪০০ জনেরও বেশি স্প্যানিশ লেখক দখলদার ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছেন এবং গাজায় তাদের আক্রমণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন- আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই আহ্বান জানাচ্ছি যে, তারা যেন অবিলম্বে এই নির্বিচার হামলা বন্ধ করতে এবং ইসরাইলের কাছে যুদ্ধাস্ত্র বিক্রি বন্ধ করার পদক্ষেপ নেন। লেখকরা বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দখলদার ইসরাইলকে অভিযুক্ত করেছেন। তারা বলেছেন, বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইসরাইলকে অবশ্যই জবাবদিহি করতে হবে এবং বিশ্বের কোথাও যাতে আর এমন নৃশংসতার পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিতে হবে।#  

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।