নিরাপত্তা পরিষদের প্রস্তাব পুনরুজ্জীবিত করার বৈধতা ত্রোইকার নেই: ইরান
https://parstoday.ir/bn/news/world-i151520-নিরাপত্তা_পরিষদের_প্রস্তাব_পুনরুজ্জীবিত_করার_বৈধতা_ত্রোইকার_নেই_ইরান
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিরাপত্তা পরিষদের স্ন্যাপব্যাক প্রস্তাব পুনরুজ্জীবিত করার জন্য ইউরোপীয় ত্রোইকার প্রচেষ্টার কোনও বৈধতা নেই।
(last modified 2025-08-29T14:01:35+00:00 )
আগস্ট ২৯, ২০২৫ ১৯:৫২ Asia/Dhaka
  • ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাস এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাস এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিরাপত্তা পরিষদের স্ন্যাপব্যাক প্রস্তাব পুনরুজ্জীবিত করার জন্য ইউরোপীয় ত্রোইকার প্রচেষ্টার কোনও বৈধতা নেই।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আজ শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান এবং JCPOA-এর যৌথ কমিশনের সমন্বয়কারী কায়া কালাসকে একটি চিঠি দিয়েছেন। সেখানে লিখেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব পুনরুজ্জীবিত করার জন্য ত্রোইকার সম্ভাব্য প্রচেষ্টার বৈধতা নেই। প্রস্তাবটি ২০২৫ সালের ১৮ অক্টোবর ২২৩১ রেজ্যুলেশন দ্বারা বাতিল হয়ে যাবে। অবৈধ এবং অকার্যকর হয়ে যাবে।  সময়সূচি অনুসারে ১৮ অক্টোবর, ২০২৫ তারিখে মেয়াদ শেষ হওয়া উচিত।

তিনি ইউরোপীয় ইউনিয়নকে কৌশলী ব্যাখ্যা থেকে বিরত থাকার এবং কূটনীতিকে সহজতর করে এর বহুপাক্ষিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, জাতিসংঘ মহাসচিবকে লেখা চিঠিতে তিনি নিরাপত্তা পরিষদের সকল সদস্যকে অযৌক্তিক রাজনৈতিক হস্তক্ষেপ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা পরিষদের সভাপতি এলভি আলফারো ডি আলবা এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে, আরাকচি লিখেছেন, আমরা নিরাপত্তা পরিষদের সকল সদস্যকে আন্তর্জাতিক আইনের অখণ্ডতা এবং নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব বজায় রাখার জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি। সামনে এগিয়ে যাওয়ার পথ হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা, বলপ্রয়োগে নয়।

রাশিয়া: স্ন্যাপব্যাক সক্রিয় করা ইউরোপের জন্য একটি বড় ভুল ছিল

'ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলিতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে স্ন্যাপব্যাক সক্রিয় করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার ক্ষেত্রে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের পদক্ষেপ একটি বড় ভুল।'  বৃহস্পতিবার তার টেলিগ্রাম চ্যানেলে উলিয়ানভ আরও বলেছেন, এই পদক্ষেপটি ছিল 'ত্রোয়িকার' আরেকটি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ যা পরিস্থিতিকে সম্পূর্ণ অচলাবস্থায় নিয়ে এসেছে।'

মার্কিন বাহিনী ইহুদিবাদী সরকারের সাথে গাজার জনগণের বিরুদ্ধে অপরাধে জড়িত

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে যে, গাজায় সামরিক অভিযানে ইসরায়েলি সেনাবাহিনী একা নয়, মার্কিন বাহিনীও ছিল। তাদের প্রতিবেদনে মার্কিন বাহিনীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংস্থাটি একটি প্রতিবেদনে সতর্ক করে বলেছে যে, গাজায় যুদ্ধাপরাধে ইসরায়েলি বাহিনীর সাথে অংশগ্রহণের জন্য মার্কিন সেনা সদস্যরা আইনি দায়বদ্ধতার মুখোমুখি হতে পারে।

রাশিয়া ইউক্রেনীয় ড্রোন কারখানায় হামলা চালিয়েছে

রাশিয়ান বাহিনী কিয়েভে তুর্কি বায়রাক্টর ড্রোন কারখানায় হামলা চালিয়েছে। গত ছয় মাসের মধ্যে এটি ছিল চতুর্থ আক্রমণ। ইউক্রেন ঘোষণা করেছে যে, দুটি রাশিয়ান ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বায়রাক্টর ড্রোন কারখানায় আগুন লেগেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ভেনিজুয়েলার ওপর সম্ভাব্য সামরিক আক্রমণ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগ করতে পারে কিনা তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি দাবি করেছেন, নিকোলাস মাদুরোর সরকার ভেনিজুয়েলার বৈধ সরকার নয়। একটি মাদক কারবারি এবং সন্ত্রাসবাদী সরকার।

লেবাননের সাংবাদিকদের অপমান করার জন্য মার্কিন রাষ্ট্রদূত ক্ষমা চাইলেন

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়ায় নিযুক্ত বিশেষ দূত থমাস ব্যারাক, যিনি সাময়িকভাবে লেবাননে মার্কিন প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন, লেবাননে এক সংবাদ সম্মেলনে 'পশু' শব্দটি ব্যবহার করে অপমান করার জন্য ক্ষমা চেয়েছেন। ব্যারাক দাবি করেছেন: 'পশু' এমন একটি শব্দ যা আমি অবমাননাকরভাবে ব্যবহার করতে চাইনি, আমি কেবল বলতে চেয়েছিলাম যে আমাদের শান্ত হওয়া উচিত, কিছুটা সহনশীলতা এবং দয়া দেখানো উচিত এবং সভ্য হওয়া উচিত। কিন্তু যখন মিডিয়া কেবল তাদের কাজ করছিলসেই  সময়ে এটি বলা উচিত ছিল না।

ইয়েমেনের ওপর হামলা ইহুদিবাদী গোয়েন্দা সংস্থা এবং তাদের সামরিক ব্যর্থতা প্রকাশ

ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয় দেশটির ভূখণ্ডে ইহুদিবাদী আগ্রাসনের প্রতিক্রিয়ায় একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে যে, সানায় এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের দ্বিতীয়  হামলা। ইয়েমেনি ভূখণ্ডে তাদের এই আগ্রাসন আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। আনসারুল্লাহ জোর দিয়ে বলেছে, শত্রুরা আবারও তাদের গোয়েন্দা ও সামরিক ব্যর্থতা প্রমাণ করেছে এবং ইয়েমেনিদের ধারবাহিক অভিযানের প্রভাবের মাত্রা প্রকাশ করেছে। ইহুদিবাদী হামলার তীব্রতা বৃদ্ধির ফলে ফিলিস্তিনি জনগণকে সমর্থন এবং গাজাকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনের অবস্থান থামানো বা দুর্বল করা হবে না।#

পার্সটুডে/জিএআর/২৯