ইসরায়েলের অপরাধ ইতিহাসে লিপিবদ্ধ হবে: ফরাসি আইনপ্রণেতা
সাংহাই সম্মেলন ছিল বিশ্বের ইতিহাসে এক মোড় ঘোরানো মুহূর্ত: বেলায়েতি
-
ড. আলী আকবর বেলায়েতি
পার্সটুডে : ইরানের সর্বোচ্চ নেতার আন্বিতর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, সাংহাই ভবিষ্যতে বিশ্বের ভাগ্য নির্ধারণে প্রধান ভূমিকা পালন করবে।
তিনি সম্প্রতি অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনকে 'বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক' হিসেবে বর্ণনা করে বলেন, ভবিষ্যতে এই সংস্থা বিশ্বের ভাগ্য নির্ধারণে প্রধান ভূমিকা পালন করবে।
পার্সটুডে’র প্রতিবেদন অনুযায়ী, তাসনিমকে দেয়া এক সাক্ষাৎকারে বেলায়েতি বলেন: সাংহাই শীর্ষ সম্মেলনের ২৫তম অধিবেশন ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর চীনের তিয়ানজিন শহরে বিশ্বের ২০টিরও বেশি দেশের নেতা এবং জাতিসংঘ মহাসচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এই সম্মেলন পূর্ববর্তী সবগুলো সম্মেলনের তুলনায় সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের প্রাথমিক মূল্যায়ন হলো, এটি বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠক।
আলী আকবর বেলায়েতি সাংহাই সহযোগিতা সংস্থার এই সম্মেলনের তিনটি প্রধান প্রভাব তুলে ধরে বলেন:
প্রথমত, জাতিসংঘের হাড় ভাঙার শব্দ বিশ্ববাসী শুনতে পেল এবং কার্যত স্পষ্টভাবে ঘোষণা করা যায় যে, এই সংস্থারও ইতিহাসে স্থান নেওয়ার সূচনা হয়েছে, যেমনটা হয়েছিল "লিগ অব নেশনস"-এর ক্ষেত্রে।
দ্বিতীয়ত, চীন প্রমাণ করল যে, সম্ভাব্যভাবে এটি বিশ্বের প্রথম শক্তি এবং অদূর ভবিষ্যতে বাস্তবেও বিশ্বের প্রধান শক্তি হয়ে উঠবে।
তৃতীয়ত, চীন ধৈর্য ও সংযমের সঙ্গে ট্রাম্পের পদচারণার শব্দকে নীরবে নিভিয়ে দিচ্ছে।
লন্ডনে রাজনৈতিক ভূমিকম্প; আর্থিক কেলেঙ্কারির কারণে যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী পদত্যাগ
যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ও আবাসনমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার্স সম্পত্তি কেনার কর সম্পূর্ণভাবে পরিশোধ না করার কারণে কয়েক সপ্তাহের রাজনৈতিক ও গণমাধ্যমের চাপের মুখে অবশেষে পদত্যাগ করেছেন
ইরানে শাখা খুলছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংক
রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ভি.টি.বি (VTB)-এর এক বোর্ড সদস্য জানিয়েছেন, ইরানের কেন্দ্রীয় ব্যাংক তেহরানে এই ব্যাংকের শাখা খোলার জন্য নীতিগত অনুমোদন দিয়েছে। বর্তমানে ব্যাংকটির তেহরানে একটি প্রতিনিধি অফিস রয়েছে।
হিজবুল্লাহর পক্ষে লেবাননে বিক্ষোভ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন প হিজবুল্লাহর বিরুদ্ধে সংসদে নিরস্ত্রীকরণ প্রস্তাব অনুমোদনের প্রতিবাদে বৈরুতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা মোটরসাইকেল শোভাযাত্রা, গাড়ি মিছিল এবং গণআন্দোলনের মাধ্যমে মার্কিন-ইসরায়েলি পরিকল্পনা, যা অস্ত্রকে শুধুমাত্র সরকারের হাতে সীমাবদ্ধ করতে চায়, তার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
গাজায় ইসরায়েলের অপরাধ ইতিহাসে লিপিবদ্ধ হবে: ফরাসি আইনপ্রণেতা
ফরাসি পার্লামেন্ট সদস্য "থমাস পোর্তেস" এক বিবৃতিতে গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতি ইঙ্গিত করে বলেন, এই অপরাধগুলো ইতিহাসে লিপিবদ্ধ হবে। তিনি আরও জোর দিয়ে বলেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে।
ভেনিজুয়েলায় শাসন পরিবর্তনের চেষ্টা একটি ভুল: ট্রাম্পকে উদ্দেশ্য করে মাদুরো
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াশিংটনকে ভেনিজুয়েলায় শাসন পরিবর্তনের পরিকল্পনা পরিত্যাগ করতে হবে। তিনি বলেন, আপনার কিছু কর্মীর ভেনিজুয়েলায় শাসন পরিবর্তনের প্রচেষ্টা একটি ভুল।
যুক্তরাষ্ট্রের মাদক উৎপাদনের অভিযোগ প্রত্যাখ্যান করে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট আরও বলেন, ভেনিজুয়েলা কোকেন উৎপাদনমুক্ত একটি দেশ। আর এই মার্কিন দাবি ঠিক যেমন ভ্রান্ত ও বিভ্রান্তিকর, যেমন ছিল ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার মিথ্যা অভিযোগ
ইতালির বিমান সংস্থা তেলআবিবের ফ্লাইট স্থগিতাদেশ বাড়ালো
ইতালির বিমান সংস্থা আইটিএ (ITA) এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, নিরাপত্তাজনিত সতর্কতা এবং উত্তেজনা বৃদ্ধির কারণে তারা তেলআবিবের "বেন গুরিয়ন" বিমানবন্দরের সব ফ্লাইট আগামী ১ অক্টোবর ২০২৫ (৯ مهر ১৪۰۴) পর্যন্ত স্থগিত করেছে।
এই সিদ্ধান্ত ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ও দখলদার বাহিনীর মধ্যে সংঘর্ষ বৃদ্ধির প্রেক্ষাপটে গৃহীত হয়েছে এবং এতে তেলআবিবের "বেন গুরিয়ন" বিমানবন্দরে যাতায়াতের সব ফ্লাইট অন্তর্ভুক্ত।#