মুসলিম দেশগুলোর মধ্যে সংঘাত ইহুদিবাদী ষড়যন্ত্রের ফসল: ইরানি প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i153064-মুসলিম_দেশগুলোর_মধ্যে_সংঘাত_ইহুদিবাদী_ষড়যন্ত্রের_ফসল_ইরানি_প্রেসিডেন্ট
পার্স টুডে - ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন: মুসলিম দেশগুলোকে একই দেহ বা সত্তার সদস্য হিসেবে শান্তি ও ভ্রাতৃত্বের পথে চলতে হবে।
(last modified 2025-10-16T12:56:59+00:00 )
অক্টোবর ১৬, ২০২৫ ১০:৩২ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্স টুডে - ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন: মুসলিম দেশগুলোকে একই দেহ বা সত্তার সদস্য হিসেবে শান্তি ও ভ্রাতৃত্বের পথে চলতে হবে।

বুধবার, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ঘটনাবলীর কথা উল্লেখ করে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন: "এই দুই ভ্রাতৃপ্রতিম, মুসলিম ও প্রতিবেশী দেশের মধ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলী ইরানের ইসলামী প্রজাতন্ত্রসহ এই অঞ্চলের সব দেশের জন্য গভীর উদ্বেগ ও প্রভাবিত হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মুসলিম দেশগুলোর মধ্যে মতপার্থক্য ও দ্বন্দ্ব মুসলিম জাতিগুলোর ইচ্ছায় হচ্ছে না বরং ইসলামের শত্রুদের এবং আন্তর্জাতিক ইহুদিবাদী ষড়যন্ত্রের ফসল, এ কথা উল্লেখ করে পেজিশকিয়ান আরও বলেছেন: "ইসলামী উম্মাহর শত্রুরা সর্বদা মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি ও এইসব দেশকে দুর্বল করার চেষ্টা করেছে।"

ইরানের রাষ্ট্রপতি বলেন যে এই অঞ্চলে আগের চেয়েও বেশি শান্তি, ঐক্য এবং সহযোগিতার প্রয়োজন। তিনি বলেন: "আমরা নিশ্চিত যে আফগানিস্তান ও পাকিস্তানের প্রিয় সরকার এবং জাতি কৌশল ও প্রজ্ঞার সাথে বোঝাপড়া ও সংলাপের পথ গ্রহণ করবে এবং আবারও বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক বিশ্বাসের পথ বেছে নেবে।"

গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের আলোচনায় যুক্তরাষ্ট্র

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ওয়াশিংটন এ লক্ষ্যে পাঁচটি দেশের সাথে আলোচনা করছে যাতে গাজায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী পাঠানো যায়। গাজায় সম্ভাব্য আন্তর্জাতিক শান্তি রক্ষী বাহিনীর অংশ হিসেবে ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার এবং আজারবাইজানের সেনা পাঠানো হতে পারে বলে কোনো কোনো সূত্র খবর দিয়েছে। 

হামাস আরও দুই ইসরায়েলি বন্দীর মৃতদেহ হস্তান্তর করেছে

আল জাজিরা জানিয়েছে যে হামাসের সামরিক শাখা ইজ্জউদ্দিন আল-কাসসাম ব্রিগেড গাজা সিটিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে আরও দুই ইসরায়েলি বন্দীর মৃতদেহ হস্তান্তর করেছে। হামাস জোর দিয়ে বলেছে যে তারা বন্দী বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তির সমস্ত শর্ত ও প্রতিশ্রুতি মেনে চলবে।

ভেনেজুয়েলার উপকূলের কাছে তিনটি মার্কিন বি-৫২ বোমারু বিমান উড়েছে

বুধবার লুইসিয়ানার বার্কসডেল বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে দক্ষিণে যাওয়ার পথে "বনি ০১", "বনি ০২" এবং "বনি ০৩" নামের তিনটি বি-৫২ বোমারু বিমান সনাক্ত করা সম্ভব হয়েছে। এই বোমারু বিমানগুলো পরে রুট পরিবর্তন করে পূর্ব দিকে মোড় নেয় এবং আন্তর্জাতিক আকাশসীমার একটি অংশে উড়ে যায় যাকে ভেনেজুয়েলা মাইকুয়েটিয়া ফ্লাইট ইনফরমেশন রিজিওন (FIR) নামে উল্লেখ করে থাকে।

ভেনেজুয়েলায় সিআইএ অভিযানের অনুমোদন দিলেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সিআইএ-এর কার্যক্রম পরিচালনার অনুমতিপত্র জারির অনুমোদন দিয়েছেন। বুধবার ভেনেজুয়েলার মাটিতে সামরিক হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। তার ভাষণের অন্য অংশে তিনি বলেন, গাজায় মার্কিন বাহিনী মোতায়েনের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে সরাসরি আশ্বস্ত করেছেন যে নয়াদিল্লি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে।

মস্কো: ভারত আবারও রাশিয়ার তেলের জন্য ইউয়ানে অর্থ প্রদান শুরু করেছে

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকও ঘোষণা করেছেন যে ভারত রাশিয়ার তেলের জন্য ইউয়ানে অর্থ প্রদান শুরু করেছে, তবে মস্কো ও নয়াদিল্লির মধ্যে এখনও অতি সামান্য কিছু লেনদেন চীনা মুদ্রায় করা হচ্ছে।

পুতিনের সাথে দেখা করলেন জোলানি

মস্কোতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আবু মুহাম্মদ জোলানি দুই দেশের মধ্যে পূর্ববর্তী চুক্তির প্রতি দামেস্কের পূর্ণ আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছেন।  তিনি দক্ষিণে একটি অসামরিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য ইসরায়েলি চাপ মোকাবেলা করতে ও সিরিয়ার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ সিরিয়ায় রাশিয়ার সামরিক বাহিনী ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। #

পার্স টুডে/এমএএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।