৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান পেল ইসরায়েল, পাকিস্তানের অস্ত্র কিনছে ইন্দোনেশিয়া
https://parstoday.ir/bn/news/world-i156238-৩টি_মার্কিন_এফ_৩৫_যুদ্ধবিমান_পেল_ইসরায়েল_পাকিস্তানের_অস্ত্র_কিনছে_ইন্দোনেশিয়া
পার্সটুডে: পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের কাছে আরও তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান হস্তান্তর করেছে।
(last modified 2026-01-19T12:04:53+00:00 )
জানুয়ারি ১৯, ২০২৬ ১৭:৫৯ Asia/Dhaka
  • এফ-৩৫ যুদ্ধবিমান
    এফ-৩৫ যুদ্ধবিমান

পার্সটুডে: পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের কাছে আরও তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান হস্তান্তর করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত ১০ বছর মেয়াদি সামরিক সহায়তা চুক্তির আওতায়, মার্কিন সামরিক শিল্পপ্রতিষ্ঠান লকহিড মার্টিন নির্মিত ‘আদির’ মডেলের এই তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান দখলকৃত ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত ‘নেভাতিম’ বিমানঘাঁটিতে অবতরণ করে। নেভাতিম ঘাঁটিটি ইসরায়েলি সেনাবাহিনীর বিমান বাহিনীর সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত।

নতুন এই যুদ্ধবিমানগুলো ইসরায়েলি বিমান বাহিনীর ১১৬ ও ১৪০ নম্বর অপারেশনাল স্কোয়াড্রনে যুক্ত করা হয়েছে।

ইসরায়েলি শাসনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে নেতানিয়াহু এফ-৩৫ ও এফ-১৫ যুদ্ধবিমানের নতুন স্কোয়াড্রন কেনা, যুদ্ধ ও পরিবহন হেলিকপ্টার সংগ্রহ এবং প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উন্নয়নে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত ১০ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী, ওয়াশিংটন প্রতিবছর ইসরায়েলি শাসনকে ন্যূনতম ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

বর্তমানে ইসরায়েলি শাসনের যুদ্ধবিমান বহরে যুক্তরাষ্ট্রে নির্মিত এফ-১৫, এফ-১৬ এবং এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে। পাশাপাশি, গাজায় হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র তেল আবিবকে কয়েক দশ হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

পাকিস্তান থেকে ইন্দোনেশিয়ার অস্ত্র ক্রয়ে বড় চুক্তি

আরেক খবরে জানা গেছে, ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পাকিস্তান সফরের সঙ্গে সঙ্গে দুই দেশ একটি বড় অস্ত্রচুক্তি চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছে। এই চুক্তির আওতায় পাকিস্তান ইন্দোনেশিয়াকে বহু সংখ্যক যুদ্ধবিমান ও সামরিক ড্রোন বিক্রি করবে।

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল জাফরি শামসুদ্দিন ইসলামাবাদে পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদনমন্ত্রী, বিমান বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সঙ্গে আলাদা বৈঠক করেন। এসব বৈঠকএমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন পাকিস্তানের প্রতিরক্ষাশিল্প আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে সক্রিয়ভাবে কাজ করছে। এরই মধ্যে পাকিস্তান পূর্ব লিবিয়ার জাতীয় সেনাবাহিনী ও সুদানের সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র সরবরাহ সংক্রান্ত আলোচনা ও চুক্তির প্রক্রিয়ায় রয়েছে।

আরেকটি নিরাপত্তা সূত্র জানায়, ইসলামাবাদ বর্তমানে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি, ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর জুনিয়র, মধ্যম ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রকৌশল কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আলোচনা করছে।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব, লিবিয়া, সুদান, ইরাক এবং আজারবাইজানও পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কেনার বিষয়ে জোরালো আলোচনা করেছে। এসব উদ্যোগের মাধ্যমে পাকিস্তান নিজেকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে।#

পার্সটুডে/এমএআর/১৯