গ্যাস হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করা যায় না: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i18730-গ্যাস_হামলার_জন্য_সিরিয়া_সরকারকে_দায়ী_করা_যায়_না_রাশিয়া
সিরিয়ায় রাসায়নিক হামলার জন্য দেশটির সরকারকে দায়ী করে যে প্রতিবেদন জাতিসংঘ প্রকাশ করেছে তার যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছে রাশিয়া। মস্কো বলেছে, জাতিসংঘের তদন্ত এতটা নির্ভরযোগ্য হয়নি যার ভিত্তিতে দামেস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা যায়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ৩১, ২০১৬ ০৭:১৯ Asia/Dhaka
  • ভিতালি চুরকিন
    ভিতালি চুরকিন

সিরিয়ায় রাসায়নিক হামলার জন্য দেশটির সরকারকে দায়ী করে যে প্রতিবেদন জাতিসংঘ প্রকাশ করেছে তার যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছে রাশিয়া। মস্কো বলেছে, জাতিসংঘের তদন্ত এতটা নির্ভরযোগ্য হয়নি যার ভিত্তিতে দামেস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা যায়।

জাতিসংঘের তদন্ত দল দাবি করেছে, সিরিয়ায় ২০১৪ ও ২০১৫ সালে চালানো অন্তত দু’টি রাসায়নিক হামলায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার জড়িত ছিল। এই তদন্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ব্রিটেন ও ফ্রান্স দামেস্কের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ প্রতিবেদন নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকের পর রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছেন, এ তদন্ত রিপোর্টের ব্যাপারে ‘যথেষ্ট সন্দেহের অবকাশ’ রয়েছে। কাজেই জাতিসংঘের তদন্ত দলকে এ ব্যাপারে আরো বেশি অনুসন্ধান করতে হবে। তিনি আরো বলেন, “এ প্রতিবেদনের ব্যাপারে আমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে যার উত্তর না আসা পর্যন্ত মস্কো এটি মেনে নেবে না।”

এর আগে জাতিসংঘের রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা ওপিসিডাব্লিউ’র তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, সিরিয়ার পাঁচ বছরের যুদ্ধে টক্সিক গ্যাসকে সমরাস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে এ গ্যাস ঠিক কারা ব্যবহার করেছে তা জানাতে অপারগতা প্রকাশ করে সংস্থাটি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১