মানবিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া
-
মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ
সিরিয়ার সংঘর্ষপীড়িত শহর আলেপ্পোয় ভবিষ্যতে মানবিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর যে আহ্বান জাতিসংঘ জানিয়েছিল রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। মস্কো বলেছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালে বিদেশি মদদপুষ্ট জঙ্গিরা নিজেদের সংগঠিত করার চেষ্টা করবে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ এক বিবৃতিতে বলেছেন, আলেপ্পোয় ভবিষ্যতে যুদ্ধবিরতি ঘোষণা করলে তার মেয়াদ যেন আগের চেয়ে দীর্ঘ করা হয় সেজন্য মস্কোর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। সিরিয়ায় মানবিক ত্রাণ বিষয়ক জাতিসংঘের উপদেষ্টা জ্যান এগেল্যান্ড ওই আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধবিরতি দীর্ঘ হলে সাধারণ মানুষের কাছে অতিরিক্ত ত্রাণ পৌঁছানো সম্ভব হবে।
কিন্তু এ ধরনের যুদ্ধবিরতির ফলাফল হবে উল্টো এবং সাধারণ কাণ্ডজ্ঞানও তা অনুমোদন করে না বলে জানান কোনাশেঙ্কভ। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার চেয়ে বরং এ ধরনের যুদ্ধবিরতির ফলে জঙ্গিরা সংগঠিত হওয়ার সুযোগ পাবে বেশি।
রাশিয়া সাম্প্রতিক সময়ে একাধিকবার আলেপ্পোয় মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আলেপ্পোর পূর্ব অংশ থেকে বেসামরিক নাগরিক ও সন্ত্রাসীদের সরে যাওয়ার সুযোগ দিতে গত মাসে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে মস্কো। এরপর ৫ নভেম্বরও ১০ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১