'যুদ্ধবিরতিকে সন্ত্রাসীদের রক্ষা করার ঢাল হিসেবে ব্যবহার করছে পশ্চিমারা'
https://parstoday.ir/bn/news/world-i27289-'যুদ্ধবিরতিকে_সন্ত্রাসীদের_রক্ষা_করার_ঢাল_হিসেবে_ব্যবহার_করছে_পশ্চিমারা'
গোলযোগপূর্ণ সিরিয়ায় প্রত্যেকটি যুদ্ধবিরতির সুযোগকে পশ্চিমা এবং তাদের মিত্ররা দেশটিতে তৎপরতা চালিয়ে আসা বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদেরকে রক্ষা করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ইরানের ইংরেজী সংবাদ মাধ্যম প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন আমেরিকা ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের ব্যবস্থাপনা সম্পাদক এবং কলামিস্ট জিম ডাব্লিউ ডিন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০২, ২০১৬ ১৮:২৪ Asia/Dhaka
  • 'যুদ্ধবিরতিকে সন্ত্রাসীদের রক্ষা করার ঢাল হিসেবে ব্যবহার করছে পশ্চিমারা'

গোলযোগপূর্ণ সিরিয়ায় প্রত্যেকটি যুদ্ধবিরতির সুযোগকে পশ্চিমা এবং তাদের মিত্ররা দেশটিতে তৎপরতা চালিয়ে আসা বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদেরকে রক্ষা করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ইরানের ইংরেজী সংবাদ মাধ্যম প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন আমেরিকা ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের ব্যবস্থাপনা সম্পাদক এবং কলামিস্ট জিম ডাব্লিউ ডিন।

গতকাল (বৃহস্পতিবার) রাতে দেয়া এক সাক্ষাৎকারে ডিন বলেন, "অতীতে সিরিয়ায় পালিত হওয়া প্রত্যেকটি যুদ্ধবিরতির মাধ্যমে সন্ত্রাসীরা কেবল শক্তিই অর্জন করেনি; বরং তারা পুনরায় বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়েছে এবং যুদ্ধবিরতি শেষ হওয়ার সাথে সাথে সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়েছে।" তাছাড়া, পুরো বিষয়টি কেবল একটি সার্কাস হিসেবে কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ডিন বলেন, পশ্চিমা সরকার এবং তাদের আঞ্চলিক মিত্রদেশগুলো আলেপ্পোর যুদ্ধবিরতিকে সেখানে অবরুদ্ধ হয়ে পড়া সন্ত্রাসীদের পুর্নগঠিত হওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে।

সিরিয়ার আলেপ্পোতে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের ব্যর্থতায় পশ্চিমা মিত্রদেশগুলো গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছে বলেও ডিন তার বক্তব্যে উল্লেখ করেন। সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পো শহরটি সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করুক আমেরিকা এবং তার মিত্ররা চাই না বলেও মন্তব্য করেন তিনি। তাই আলেপ্পো যাতে সিরিয় বাহিনী  দখলে না নিতে পারে তারা সম্ভাব্য সব কিছুই করছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২