শ্রীলংকার সরকারকে আগামী বছর উৎখাত করব: রাজাপাকসে
https://parstoday.ir/bn/news/world-i29578-শ্রীলংকার_সরকারকে_আগামী_বছর_উৎখাত_করব_রাজাপাকসে
শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে বলেছেন, আগামী বছর তিনি দেশটির বর্তমান সরকারকে ‘উৎখাত’ করবেন। ক্ষমতাচ্যুত হওয়ার দু’বছর পর এই প্রথম পরিষ্কার ভাষায় এ কথা বললেন তিনি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৬ ১২:২৩ Asia/Dhaka
  • শ্রীলংকার সরকারকে আগামী বছর উৎখাত করব: রাজাপাকসে

শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে বলেছেন, আগামী বছর তিনি দেশটির বর্তমান সরকারকে ‘উৎখাত’ করবেন। ক্ষমতাচ্যুত হওয়ার দু’বছর পর এই প্রথম পরিষ্কার ভাষায় এ কথা বললেন তিনি।

রাজধানী কলম্বোয় নিজ বাসভবনে দেশটিতে তৎপর বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এ কথা বলেন তিনি। প্রেসিডেন্ট মাইথিরিপালা সিরিসেনা এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংয়ের নেতৃত্বাধীন ন্যাশনাল ইউনিটি সরকারের সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ২৫৫ আসনের মধ্যে ১৫৫টি আসন রয়েছে এ সরকারের।

সিরিসেনার সরকার দেশটির সব উন্নয়ন তৎপরতা বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। ২০১৫ সালের নির্বাচনে পরাজয়ের জন্য আমেরিকা এবং ভারতকে দায়ী করেন রাজপাকসে।#

পার্সটুডে/মূসা রেজা/৩০