গোপন তথ্য চুরির কার্যক্রম আবারো শুরু করবে সিআইএ: পোম্পেও
-
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ\'র পরিচালক মাইক পোম্পেও
আমেরিকা আবারো গোপন তথ্য হাতিয়ে নেয়ার কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র পরিচালক মাইক পোম্পেও। তার এ বক্তব্য সাবেক সিআইএ প্রধানদের দাবির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে।
পোলিটকো সংবাদ মাধ্যম জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) একদল সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে পোম্পেও বলেন, গোপন তথ্য হাতিয়ে নেয়ার যুগে আমরা ফিরে যাচ্ছি। তিনি বলেন, এ ক্ষেত্রে তৎপরতা আরো জোরদার করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই নির্দেশ দিয়েছেন। সিআইএ'র প্রধান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন কিছু কর্মপরিকল্পণা নির্ধারন করে দিয়েছেন যার ফলে সিআইএ'কে আরো আগ্রাসী ভূমিকা পালন করা প্রয়োজন হয়ে পড়েছে।
পোম্পেও'র মন্তব্য তার পূর্বসূরি জন ব্রেনাননের বক্তব্যের বিপরীত বলে মনে করা হচ্ছে। সিআইএ'র সাবেক পরিচালক ব্রেনানন গত মার্চে দাবি করেছিলেন যে, প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের অধীনে আমেরিকা কোনো ধরনের গোপন তথ্য চুরি করার চেষ্টা করে নি।
গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া নির্লজ্জভাবে হস্তক্ষেপ করেছে এবং এসব বিষয়ে রুশ কর্মকর্তা ও ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দলের সদস্যদের মধ্যকার যোগাযোগের কথা তিনি জানতেন বলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ’র সাবেক পরিচালক জন ব্রেনান যখন প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তখন পোম্পেও'র এসব বক্তব্য এলো। মঙ্গলবার সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটিতে শুনানির সময় ব্রেনান এসব দাবি করেন।
পার্সটুডে/বাবুল আখতার/২৪