শিয়া ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠরোধে মৃত্যুদণ্ড ব্যবহার করছে সৌদি আরব: অ্যামনেস্টি
https://parstoday.ir/bn/news/world-i42002-শিয়া_ভিন্ন_মতাবলম্বীদের_কণ্ঠরোধে_মৃত্যুদণ্ড_ব্যবহার_করছে_সৌদি_আরব_অ্যামনেস্টি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, সৌদি সরকার দেশটির শিয়া ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠরোধ করার লক্ষ্যে তাদেরকে একের পর এক মৃত্যুদণ্ড দিচ্ছে। সংস্থাটির গবেষণা বিষয়ক পরিচালক লিন মালুফ এ অভিযোগ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৩, ২০১৭ ০৭:০৫ Asia/Dhaka
  • লিন মালুফ
    লিন মালুফ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, সৌদি সরকার দেশটির শিয়া ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠরোধ করার লক্ষ্যে তাদেরকে একের পর এক মৃত্যুদণ্ড দিচ্ছে। সংস্থাটির গবেষণা বিষয়ক পরিচালক লিন মালুফ এ অভিযোগ করেছেন।

‘সন্ত্রাসবাদে’ জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের তেল-সমৃদ্ধ ইস্টার্ন প্রদেশে চার শিয়া মুসলমানের মৃত্যুদণ্ড কার্যকর করার পর এসব কথা বললেন অ্যামনেস্টির এ কর্মকর্তা।  

তিনি বলেছেন, “শিয়া সংখ্যালঘুদের বিরুদ্ধে সৌদি সরকারের চলমান নিপীড়নের সর্বশেষ উদাহরণ হচ্ছে এসব নির্দয় মৃত্যুদণ্ড।  শিয়া জনগোষ্ঠীর সঙ্গে সরকারের নিপীড়নমূলক আচরণের প্রতিবাদে তারা সরকার বিরোধী যে বিক্ষোভ দেখায় তা দমনের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড ব্যবহার করছে রিয়াদ। এ ছাড়া, এসব মৃতুদণ্ডের মাধ্যমে অন্যদেরও নীরব থাকতে বাধ্য করছে সৌদি সরকার।”

সৌদি সরকার ভবিষ্যতে যাতে আর এ ধরনের মৃত্যুদণ্ড কার্যকর করতে না পারে সেজন্য তিনি রিয়াদের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

সৌদি আরবের শিয়া অধ্যুষিত ইস্টার্ন প্রদেশে ২০১১ সালের ফেব্রুয়ারি মাস থেকে শান্তিপূর্ণ সরকার বিরোধী বিক্ষোভ চলছে।  রাজনৈতিক সংস্কার, মত প্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক ও ধর্মীয় বৈষম্যের অবসান এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ দেখানো হচ্ছে। তবে মৃত্যুদণ্ড ও বিনা বিচারে আটকসহ নানা উপায়ে এ বিক্ষোভ দমন করে যাচ্ছে রিয়াদ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩