আজারবাইজানে ভয়াবহ অগ্নিকাণ্ড; অন্তত ২৫ জনের প্রাণহানি
(last modified Fri, 02 Mar 2018 09:16:33 GMT )
মার্চ ০২, ২০১৮ ১৫:১৬ Asia/Dhaka
  • আজারবাইজানে ভয়াবহ অগ্নিকাণ্ড; অন্তত ২৫ জনের প্রাণহানি

আজারবাইজানের রাজধানী বাকুর একটি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত হয়েছে।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফিডিও ফুটেজে দেখা গেছে, একটি একতলা পাকা ভবনের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেটির জানালাগুলো লোহার শিক দিয়ে আটকানো। বাইরে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

আজারবাইজানের এপিএ বার্তা সংস্থা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং অগ্নিদগ্ধ চার ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আগুন লাগার কারণ জানা যায়নি। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২