সার্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল: নকআউট পর্বে প্রতিপক্ষ মেক্সিকো
https://parstoday.ir/bn/news/world-i59648-সার্বিয়াকে_হারিয়ে_গ্রুপ_চ্যাম্পিয়ন_ব্রাজিল_নকআউট_পর্বে_প্রতিপক্ষ_মেক্সিকো
ইউরোপের দল সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে খেলা নিশ্চিত করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তিন ম্যাচের দুটিতে জয় এবং একটিতে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেইমারের দল। ‘ই’ গ্রুপের অন্য ম্যাচে কোস্টারিকার সঙ্গে ২-২ গোলে ড্র করার ফলে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে সুইজারল্যান্ড।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জুন ২৮, ২০১৮ ০২:৫৬ Asia/Dhaka
  • সার্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল: নকআউট পর্বে প্রতিপক্ষ মেক্সিকো

ইউরোপের দল সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে খেলা নিশ্চিত করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তিন ম্যাচের দুটিতে জয় এবং একটিতে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেইমারের দল। ‘ই’ গ্রুপের অন্য ম্যাচে কোস্টারিকার সঙ্গে ২-২ গোলে ড্র করার ফলে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে সুইজারল্যান্ড।

বুধবার রাতে মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম গোলের দেখা পেতে ব্রাজিলকে ৩৬ মিনিট অপেক্ষা করতে হয়। মাঝমাঠ থেকে একটি বল পেয়ে বক্সে ঢুকেই গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান মিডফিল্ডার পাওলিনহো।

৫৬তম মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ এসে যায় নেইমারের সামনে। কৌতিনিয়োর বাড়ানো বল যখন তাকে খুঁজে সামনে ছিলেন কেবল গোলরক্ষক। নেইমারের শট পা দিয়ে ঠেকিয়ে দেন স্তয়কোভিচ।

পরের কয়েক মিনিট ব্রাজিলের রক্ষণকে ভীষণ চাপে রাখে সার্বিয়া। ৬১তম মিনিটে একটি ক্রস ঠিকমতো পাঞ্চ করে বিপদমুক্ত করতে পারেননি, বল পেয়ে যান আলেকসান্দার মিত্রোভিচ। এই ফরোয়ার্ডের হেড চিয়গো সিলভার হাঁটুতে লেগে ফিরে।

চার মিনিট পর আবার সুযোগ আসে মিত্রোভিচের সামনে। তবে আলিসন বরাবর হেড করে দলকে হতাশ করেন এই ফরোয়ার্ড।

৬৮ মিনিটে নেইমারের কর্নার থেকে ডিফেন্ডার থিয়াগো সিলভা চমৎকার হেডে গোল করে দলকে দ্বিতীয় সাফল্য এনে দেন (২-০)।

অবশ্য ৮৫ মিনিটে নেইমার ম্যাচে সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন। গোলরক্ষকের সামনে বল পেয়েও গোল করতে পারেননি। তাই দুই গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

আগামী ২ জুলাই (সোমবার) নকআউট পর্বে ‘এফ’ গ্রুপের রানার্সআপ মেক্সিকোর বিপক্ষ খেলবে ব্রাজিল। পরদিন ‘এফ’ গ্রুপ চ্যাম্পিয়ন সুইডেনের বিপক্ষে খেলবে সুইজারল্যান্ড।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮