রোনালদোর পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে
-
উরুগুয়ের খেলোয়াড়দের উল্লাস
এডিনসন কাভানির জোড়া গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখাল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। ফিফা র্যাংকিং ও সামর্থ্যের বিচারে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল খানিকটা এগিয়ে থাকলেও দুর্দান্ত উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হল রাশিয়া বিশ্বকাপ থেকে।
সোচিতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দুর্বার উরুগুয়ে। তাই সাফল্য পেতে খুব বেশি সময় লাগেনি। ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় তারা (১-০)। লুইস সুয়ারেজের চমৎকার ক্রসে এডিনসন কাভানি হেডে লক্ষ্যভেদ করেন।
ম্যাচের ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত উরুগুয়ে। কিন্তু লুইস সুয়ারেসের নিচু ফ্রি-কিক বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক রুই পাত্রিসিও।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় উরুগুয়ে। খেলার ৫৫ মিনিটে পর্তুগিজদের সমতায় ফেরান ডিফেন্ডার পেপে। ছোট করে নেওয়া কর্নার থেকে বল পেয়ে চমৎকার ক্রস করেন রাফায়েল গেরেইরো। অরক্ষিত পেপে দারুণ হেডে সারেন বাকিটা। এবারের আসর তো বটেই চলতি বছরে প্রথমবারের মতো উরুগুয়ের জালে গেল বল। কিন্তু ৭ মিনিট পরই তাদের সেই আনন্দ মাটি করে দেন কাভানি। ৬২ মিনিটে কাভানির দ্বিতীয় গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে। উরুগুয়ের হয়ে এটি কাভানির পঞ্চম বিশ্বকাপ গোল।
শেষ মুহূর্তে বারবার উরুগুয়ের ডি বক্সে আক্রমণ করেও আর কোনো গোলের দেখা পায়নি পর্তুগাল। ফলে ২-১ গোলের ব্যবধানে হার মেনে শেষ ষোল থেকেই বিদায় নিতে হল রোনালদোদের।

এর আগে শেষ ষোলোর প্রথম ম্যাচে ফ্রান্স ৪-৩ গোলে আর্জেন্টিনাকে বিধ্বস্ত শেষ আটে জায়গা করে নেয়।
উরুগুয়ে আগামী ৬ জুলাই সোচি স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।#
পার্সটুডে/এআর/১