পাকিস্তানের ব্যাপারে নীতি পরিবর্তন করুন: আমেরিকাকে পিটিআই
https://parstoday.ir/bn/news/world-i63482-পাকিস্তানের_ব্যাপারে_নীতি_পরিবর্তন_করুন_আমেরিকাকে_পিটিআই
ইমরান খানের নেতৃত্বধীন পাকিস্তানের তেহরিকে ইনসাফ পার্টি বা পিটিআই বলেছে, পাকিস্তানকে আমেরিকার হাতের পুতুলে পরিণত করতে দেয়া হবে না।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১৩, ২০১৮ ০৬:৫০ Asia/Dhaka
  • ফাওয়াদ চৌধুরি (বামে) ও ইমরান খান
    ফাওয়াদ চৌধুরি (বামে) ও ইমরান খান

ইমরান খানের নেতৃত্বধীন পাকিস্তানের তেহরিকে ইনসাফ পার্টি বা পিটিআই বলেছে, পাকিস্তানকে আমেরিকার হাতের পুতুলে পরিণত করতে দেয়া হবে না।

পিটিআই’র সিনিয়র নেতা ও দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরি জিও টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তান কখনো আমেরিকার ক্রীড়নক হবে না এবং দ্বিপক্ষীয় সম্পর্ক হতে হবে ভারসাম্যপূর্ণ।

পিটিআই দলের মার্কিন বিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে চৌধুরি বলেন, তার দল হোয়াইট হাউজকে স্পষ্টভাবে বলে দিয়েছে, পাকিস্তান দক্ষিণ এশিয়ায় আমেরিকার খেলার পুতুলে পরিণত হবে না।

পিটিআই’র মুখপাত্র বলেন, হোয়াইট হাউজকে দক্ষিণ এশিয়ার ব্যাপারে নিজের অবস্থান পরিবর্তন করতে হবে। তা না হলে তাকে অনেক বড় সমস্যার মুখে পড়তে হবে।

ফাওয়াদ চৌধুরি

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে বলেও জানান পাকিস্তানের সম্ভাব্য ক্ষমতাসীন দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরি।

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর থেকে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছে। ট্রাম্প পাকিস্তানকে সন্ত্রাসবাদে সমর্থন জানানোর জন্য অভিযুক্ত করেছেন।

গত ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে। ছোট কিছু দলের সমন্বয়ে এরইমধ্যে সরকার গঠনের অবস্থায় পৌঁছে গেছেন ইমরান খান।

নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ বহু বছর দেশটির ক্ষমতায় ছিল। এই দল আমেরিকা বা সৌদি আরবের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে ব্যর্থ হওয়ার কারণে ইসলামাবাদের ওপর ওয়াশিংটন প্রবল চাপ সৃষ্টি করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২