এশিয়ান গেমস: ৯ স্বর্ণসহ ২৩ পদক জিতে তালিকায় চতুর্থ ইরান
https://parstoday.ir/bn/news/world-i63720-এশিয়ান_গেমস_৯_স্বর্ণসহ_২৩_পদক_জিতে_তালিকায়_চতুর্থ_ইরান
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চলমান এশিয়ান গেমসের চতুর্থ দিনে তায়কোয়ান্দো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন ইরানি ক্রীড়াবিদ মীর হাশেম হোসেইনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৩, ২০১৮ ১২:১৯ Asia/Dhaka
  • তায়কোয়ান্দে স্বর্ণজয়ী মীর হাশেম হোসেইনি
    তায়কোয়ান্দে স্বর্ণজয়ী মীর হাশেম হোসেইনি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চলমান এশিয়ান গেমসের চতুর্থ দিনে তায়কোয়ান্দো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন ইরানি ক্রীড়াবিদ মীর হাশেম হোসেইনি।

৬৩ কেজি ওজনশ্রেণিতে চীনা প্রতিপক্ষ ঝাও শুয়েকে হারিয়ে তিনি উল্লাসে ফেটে পড়েন। এটি তায়কোয়ান্দো ইভেন্টে ইরানের দ্বিতীয় সোনা জয়

মীর হাশেম হোসেইনি (বামে)

খেলার প্রথম রাউন্ডে হোসেইনি ৪-৫ পয়েন্টে পিছিয়ে থাকলে দ্বিতীয় রাউন্ডে ঝাও শুয়েকে হারান ৮-৬ পয়েন্টে। তৃতীয় রাউন্ডে ১৭-১১ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন তিনি

চলমান এশিয়ান গেমসে ইরান তায়কোয়ান্দো প্রতিযোগিতায় দুটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক লাভ করেছে

মোহাম্মদ আলী গেরায়ী (বামে)

একইদিন গ্রিকো-রোমান কুস্তি প্রতিযোগিতার ৭৭ কেজি ওজনশ্রেণিতে ইরানের মোহাম্মদ আলী গেরায়ী কিরগিজস্তানের আকঝোল মাখমুদোভকে হারিয়ে সোনা জেতেন।

এছাড়া, ৮৭ কেজি ওজনশ্রেণিতে ইরানের হোসেইন নুরি উজবেকিস্তানের প্রতিযোগী রোস্তাম আসাকালোভকে হারিয়ে স্বর্ণপদক লাভ করেন

ইরানের পদক তালিকা

কুস্তির ফ্রি স্টাইল ইভেন্টে ইরানের কুস্তিবিদরা ইতোমধ্যে তিনটি স্বর্ণ ও তিনটি ব্রোঞ্জ জিতেছেন।

চলমান এশিয়ান গেমসে ৯টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ ২৩ পদক জিতে ইরান পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন