শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের দপ্তর প্রধানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
https://parstoday.ir/bn/news/world-i63756-শ্রীলঙ্কার_সাবেক_প্রেসিডেন্টের_দপ্তর_প্রধানের_বিরুদ্ধে_অর্থ_আত্মসাতের_মামলা
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের দপ্তর প্রধানের বিরুদ্ধে রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি বীমা কোম্পানির কয়েক মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সাবেক সরকারের বড় ধরনের দুর্নীতির বিচার করার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি নতুন আদালতে এই অভিযোগ আনা হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ২৪, ২০১৮ ১৬:১২ Asia/Dhaka
  • মাহিন্দা রাজাপাকসে
    মাহিন্দা রাজাপাকসে

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের দপ্তর প্রধানের বিরুদ্ধে রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি বীমা কোম্পানির কয়েক মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সাবেক সরকারের বড় ধরনের দুর্নীতির বিচার করার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি নতুন আদালতে এই অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, রাজাপাকসের দপ্তর প্রধান গামিনি সেনারাথ ও আরো তিন ব্যক্তি ক্ষমতায় থাকার সময় ৫০ কোটি রুপি (তিন মিলিয়ন ডলার) আত্মসাৎ করেছেন।  রাজধানী কলম্বোয় একটি হোটেল নির্মাণের সময় ওই চার কর্মকর্তা এ অর্থ হাতিয়ে নেন।

আজ (শুক্রবার) আদালতের শুনানি শেষে অভিযুক্ত চার ব্যক্তিকে ১১ লাখ রুপির বিনিময়ে জামিন দেয়া হয়।  আগামী ১৯ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার সাবেক সরকারগুলোর বড় ধরনের দুর্নীতির বিচার করার লক্ষ্যে বর্তমান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার নির্দেশে গত মে মাসে একটি বিশেষ আদালত গঠন করা হয়। সিরিসেনা ২০১৫ সালে ক্ষমতায় আসার পর দুর্নীতির বিচারে কালক্ষেপন করছেন বলে অভিযোগ ওঠার পর ওই বিশেষ আদালত গঠন করা হয়।

মাইথ্রিপালা সিরিসেনা

মাহিন্দা রাজাপাকসে এক দশক ধরে ক্ষমতায় থাকার সময় ব্যাপকভাবে দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে। সাবেক সরকারের ওই দুর্নীতির বিচার করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট সিরিসেনা ক্ষমতায় আসেন।

রাজাপাকসের প্রশাসনের প্রধান বেসামরিক কর্মকর্তা ললিত উইরাতুঙ্গা এরইমধ্যে ৪০ লাখ ডলার আত্মসাতের অভিযোগে তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন। সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসের তিন ছেলের মধ্যে দুইজনের বিরুদ্ধেও মানি লন্ডারিংয়ের মামলা চলছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪