নওয়াজ ও মরিয়মকে মুক্তির নির্দেশ দিলো পাকিস্তানের আদালত
https://parstoday.ir/bn/news/world-i64397-নওয়াজ_ও_মরিয়মকে_মুক্তির_নির্দেশ_দিলো_পাকিস্তানের_আদালত
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাতা মোহাম্মাদ সফদারকে মুক্তির নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। তাদের করা আপিলের শুনানি শেষে আজ (বুধবার) এ নির্দেশ দেয় হাইকোর্টের দুই বিচারকের একটি বেঞ্চ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৮ ১৭:১০ Asia/Dhaka
  • নওয়াজ ও মেয়ে মরিয়ম
    নওয়াজ ও মেয়ে মরিয়ম

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাতা মোহাম্মাদ সফদারকে মুক্তির নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। তাদের করা আপিলের শুনানি শেষে আজ (বুধবার) এ নির্দেশ দেয় হাইকোর্টের দুই বিচারকের একটি বেঞ্চ।

বিচারকরা তাদের রায়ে বলেন, তিনজনের বিরুদ্ধে অ্যাকাউন্টেবিলিটি কোর্টের দেওয়া কারাদণ্ড স্থগিত রাখা হলো। আইন বিশেষজ্ঞ বলেছেন, কিছু আনুষ্ঠানিকতা শেষে তিনজনই মুক্তি পাবেন। তবে আজই সেসব আনুষ্ঠানিকতা শেষ হবে কিনা তা স্পষ্ট নয়।

গত ৬ জুলাই নওয়াজ শরীফকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের দায়ে ১০ বছরের কারাদণ্ড দেয় অ্যাকাউন্টেবিলিটি কোর্ট। এছাড়া তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও মরিয়মের স্বামী মোহাম্মদ সফদারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের সময় স্ত্রী কুলসুম নওয়াজের চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন নওয়াজ ও তার মেয়ে মরিয়ম। কিন্তু রায়ের কয়েক দিন পরই তারা দেশে ফেরেন। এরপর বিমানবন্দর থেকেই গ্রেফতার হন তারা। সে সময় সফদার দেশেই ছিলেন। তিনি আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান। নওয়াজ, মরিয়ম ও সফদার কারাগারে থাকা অবস্থাতেই মারা যান নওয়াজের স্ত্রী কুসলুম।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮ 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন