সোমালিয়ায় মার্কিন বাহিনীর ড্রোন হামলা: ৬০ সন্ত্রাসী নিহত
(last modified Wed, 17 Oct 2018 10:12:36 GMT )
অক্টোবর ১৭, ২০১৮ ১৬:১২ Asia/Dhaka

উত্তর আফ্রিকান দেশ সোমালিয়ায় গত সপ্তাহে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীদের টার্গেট করে চালানো বিমান হামলায় অন্তত ৬০ সদস্য নিহত হয়েছে বলে আমেরিকা জানিয়েছে।

গত শুক্রবার সোমালিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে বলে পেন্টাগনের আফ্রিকা বিষয়ক কমান্ড গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে। এছাড়া, সোমালিয়ার হারাদেরে এলাকায় এ হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেখানে মার্কিন সেনাবাহিনী সোমালিয়ার সৈন্যদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি তারা জাতিসংঘের তত্ত্বাবধানে সোমালিয়ায় আফ্রিকান মিশন বা অ্যামিসম'র সঙ্গে সহযোগিতা করছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।    

কমান্ড জানিয়েছে, পশ্চিমা মদদপুষ্ট সোমালিয়ার ফেডারেল সরকারের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত আশ-শাবাব এবং আল-কায়েদা গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত ৬০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে কমান্ড দাবি করেছে। ২০১৭ সালের নভেম্বরের পর আশ-শাবাব সন্ত্রাসীদের ওপর চালানো এটাই সবচেয়ে বড় ধরনের বিমান হামলা বলে কমান্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সে সময় মার্কিন বাহিনী আশ –শাবাবের অবস্থানে বিমান হামলা চালালে অন্তত ১০০ সন্ত্রাসী নিহত হয়। এদিকে শুক্রবারের সব হামলা ড্রোনের মাধ্যমে চালানো হয়েছে বলে  একাধিক মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭