বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া
-
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন
ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। তবে কথিত শান্তিচুক্তি সই না হওয়া পর্যন্ত তেল আবিব থেকে অস্ট্রেলিয়ার দূতাবাস বায়তুল মুকাদ্দাস শহরে নেয়া হবে না।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আজ সিডনিতে সাংবাদিকদের বলেছেন, “যেহেতু ইসরাইলি পার্লামেন্ট নেসেটের অধিবেশন বসে বায়তুল মুকাদ্দাসে এবং ইসরাইলের অনেক দপ্তর সেখানে সে কারণে বায়তুল মুকাদ্দাস ইসরাইলের রাজধানী। বাস্তবতার নিরীখে আমরা আমাদের দূতাবাস পশ্চিম বায়তুল মুকাদ্দাসে নিয়ে যাব।”
অস্ট্রেলিয়ার এই ঘোষণায় প্রতিবেশী ইন্দোনেশিয়া ও অন্য অনেক মুসলিমপ্রধান দেশে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এরপর অস্ট্রেলিয়ার সরকার ইন্দোনেশিয়া সফরের বিষয়ে দেশের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতার অবলম্বনের নির্দেশ দিয়েছে।
গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেখানে আমেরিকার দূতাবাস সরিয়ে নেন। এ নিয়ে সারাবিশ্বে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।#
পার্সটুডে/এসআইবি/১৫