ফিলিপাইনে গির্জায় বোমা বিস্ফোরণে নিহত ২৭, আহত শতাধিক
https://parstoday.ir/bn/news/world-i67640-ফিলিপাইনে_গির্জায়_বোমা_বিস্ফোরণে_নিহত_২৭_আহত_শতাধিক
ফিলিপাইনের দক্ষিণ-পশ্চিমের মিন্দানাওয়ে একটি রোমান ক্যাথলিক গির্জায় পরপর দুটি বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। আজ (রোববার) সকালে সুলু রাজ্যের জোলো দ্বীপের গির্জাটিতে প্রার্থনার সময় প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে। প্রথম বিস্ফোরণের কিছু পরই দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এ সময় পুলিশ তল্লাশি চালাচ্ছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৯ ১৪:৫৫ Asia/Dhaka
  • ফিলিপাইনে গির্জায় বোমা বিস্ফোরণে নিহত ২৭, আহত শতাধিক

ফিলিপাইনের দক্ষিণ-পশ্চিমের মিন্দানাওয়ে একটি রোমান ক্যাথলিক গির্জায় পরপর দুটি বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। আজ (রোববার) সকালে সুলু রাজ্যের জোলো দ্বীপের গির্জাটিতে প্রার্থনার সময় প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে। প্রথম বিস্ফোরণের কিছু পরই দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এ সময় পুলিশ তল্লাশি চালাচ্ছিল।

কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার না করলেও জঙ্গিগোষ্ঠী 'আবু-সাইয়াফ' এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করছেন ফিলিপাইনের পুলিশের প্রধান অস্কার আলবায়ালদে।

নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক লোকজন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনজানা এক বিবৃতিতে বলেছেন, 'বিপর্যয়কর প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আবু সায়াফকে ফিলিপাইনে জঙ্গিগোষ্ঠী হিসেবে পরিচিত। মিন্দানাও দেশটির মুসলিমপ্রধান এলাকা। গণভোটের ভিত্তিতে ওই এলাকায় ২০২২ সালে পূর্ণ স্বায়ত্তশাসন কার্যকর করা হবে বলে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর আজকের হামলার ঘটনা ঘটলো।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭