সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করল ইউরোপীয় কমিশন
-
ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর
ইউরোপীয় কমিশন সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করেছে। সন্ত্রাসীদেরকে অর্থ যোগান দেয়া ও মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে দুর্বল নিয়ন্ত্রণের কারণে রিয়াদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে ইউরোপীয় কমিশন। তবে সৌদি সরকার বিষয়টিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
গতকাল (বুধবার) ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী সংস্থা ২৩টি দেশকে কালো তালিকাভুক্ত করেছে। এর আগে ইউরোপীয় কমিশনের কালো তালিকায় ১৬টি দেশ ছিল। কমিশন বলেছে, মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে এসব দেশের কৌশলে ঘাটতি রয়েছে।
কালো তালিকাভুক্ত করার ফলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এসব দেশের অর্থনৈতিক সম্পর্ক জটিল হবে। কালো তালিকাভুক্ত দেশগুলোর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর আলাদা নজর রাখবে ইইউ। এজন্য ইইউভুক্ত দেশগুলো সব ব্যাংককে কড়া নির্দেশনা দেবে।
সৌদিসহ যেসব দেশকে কালো তালিকাভুক্ত করা হয়েছে তাদের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিতে এক মাস সময় পাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যা দুই মাস পর্যন্ত বাড়ানো যাবে।#
পার্সটুডে/এসআইবি/১৪
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন