ইরানে সাম্প্রতিক সন্ত্রাসে মার্কিন সরকার জড়িত: সাবেক পাক-সেনা কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/world-i68315-ইরানে_সাম্প্রতিক_সন্ত্রাসে_মার্কিন_সরকার_জড়িত_সাবেক_পাক_সেনা_কর্মকর্তা
পাকিস্তানের সাবেক প্রতিরক্ষা সচিব নায়িম খালিদ লোধি বলেছেন, ইরানের জাহিদানের সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় মার্কিন সরকার জড়িত রয়েছে এবং তারা এখনও এই হামলায় জড়িতদের মদদ দিয়ে যাচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০১৯ ২০:১১ Asia/Dhaka
  • ইরানে সাম্প্রতিক সন্ত্রাসে মার্কিন সরকার জড়িত: সাবেক পাক-সেনা কর্মকর্তা

পাকিস্তানের সাবেক প্রতিরক্ষা সচিব নায়িম খালিদ লোধি বলেছেন, ইরানের জাহিদানের সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় মার্কিন সরকার জড়িত রয়েছে এবং তারা এখনও এই হামলায় জড়িতদের মদদ দিয়ে যাচ্ছে।

দুনিয়া নামের একটি উর্দু পত্রিকায় লেখা এক নিবন্ধে তিনি গতকাল (বৃহস্পতিবার) লিখেছেন, আমি মনে করি মার্কিন সরকার জাহিদানের সন্ত্রাসী হামলায় জড়িতদের মদদ দিচ্ছে। তেহরান ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা সৃষ্টির জন্যই ওই হামলা চালানো হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

ইসলামাবাদের একটি গবেষণা কেন্দ্রের প্রধান ও সাবেক সামরিক কর্মকর্তা লোধি আরও বলেন, মার্কিন সরকার বহুকাল ধরেই পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে, কিন্তু এ কাজে ব্যর্থ হয়ে এখন গোটা অঞ্চলকে অশান্ত করতে চাইছে যাতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা ফিরিয়ে আনার দিক থেকে বিশ্ব সমাজের দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ হয়।

গত ১৩ ফেব্রুয়ারি পাকিস্তান সীমান্তের কাছাকাছি অঞ্চলে ইরানি সীমান্তরক্ষী বহনকারী একটি বাস আত্মঘাতী সন্ত্রাসী হামলার শিকার হলে ২৭ জন সীমান্তরক্ষী শহীদ ও ১৩ জন আহত হয়। জাইশুল আদল নামের একটি তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করে। আত্মঘাতী হামলাকারী পাকিস্তানের নাগরিক বলে ইরান জানিয়েছে। 

ইরান বলে আসছে জাইশুল আদল নামের এই সন্ত্রাসী গোষ্ঠী ইরানের বিরুদ্ধে পাকিস্তানকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। #

পার্সটুডে/এমএএইচ/২২