লিবিয়ায় হাফতারের বাহিনীর ওপর বিমান হামলা
-
লিবিয়ায় হাফতার বাহিনীর সদস্যরা
লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মির সদস্যদের ওপর বিমান হামলা হয়েছে। রাজধানী ত্রিপোলির দক্ষিণে অবস্থানরত যোদ্ধাদের ওপর এ হামলা হয়। ত্রিপোলি দখলের জন্য হাফতারের বাহিনীকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মিশর মদদ দিচ্ছে বলে খবর দিয়েছে মিডলইস্ট মনিটর।
লিবিয়ার সিনিয়র সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ আল-কুনিদির বরাত দিয়ে মিডলইস্ট মনিটর জানিয়েছে, হাফতারের বাহিনী যেসব অস্ত্র ব্যবহার করছে তাতে সংযুক্ত আরব আমিরাত ও মিশরের অস্ত্র রয়েছে। এর পাশাপাশি সৌদি আরব হাফতারকে রাজধানী ত্রিপোলি দখলের সবুজ সংকেত দিয়েছে এবং এজন্য প্রয়োজনীয় অর্থ দিচ্ছে। হাফতারের বাহিনীতে চাদ ও সুদানের গেরিলারা যুদ্ধ করছে।
লিবিয়ার এ জেনারেল বলেন, “তিন আরব দেশ লিবিয়ায় হাফতারের গেরিলাদেরকে সমর্থন দিচ্ছে এই কারণে যে, তারা লিবিয়ায় নতুন সিসি তৈরি করতে চায়।” এ বক্তব্য দিয়ে তিনি মিশরের সেনাশাসক জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসিকে বুঝিয়েছেন। জেনারেল আল-কুনিদি বলেন, লিবিয়ার সম্মিলিত বাহিনীকে মোকাবেলা করার মতো অর্থ ও অস্ত্র কোনটাই হাফতারের নেই। তিনি সম্প্রতি সৌদি আরব সফর করেছেন এবং এরপরই ত্রিপোলি দখলের উদ্যোগ নিয়েছেন।
লিবিয়ায় যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার রয়েছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জেনারেল হাফতার।#
পার্সটুডে/এসআইবি/৭