প্রেসিডেন্টের পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করলেন শ্রীলঙ্কার আইজিপি
-
আইজিপি পুজিত জয়াসুন্দেরা
শ্রীলঙ্কায় গত সপ্তাহের ভয়াবহ বোমা হামলার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা সেদেশের পুলিশ প্রধানকে পদত্যাগের যে অনুরোধ জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছেন পুলিশের আইজিপি। প্রেসিডেন্ট সিরিসেনার দপ্তরের দু’জন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রেসিডেন্ট সিরিসেনা গত বুধবার (২৪ এপ্রিল) প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো এবং পুলিশের আইজিপি পুজিত জয়াসুন্দেরাকে পদত্যাগ করার অনুরোধ করেন। গত রোববার ইস্টার সানডে’র দিন ভয়াবহ বোমা হামলার আগাম গোয়েন্দা রিপোর্ট দিতে ব্যর্থতার দায়ে তাদেরকে পদত্যাগের অনুরোধ জানানো হয়।
প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে প্রতিরক্ষা সচিব পদত্যাগ করলেও আইজিপি এখনো তার পদ ধরে রেখেছেন বলে ওই দুই কর্মকর্তা জানিয়েছেন। অবশ্য প্রেসিডেন্ট শুক্রবার দাবি করেছেন, আইজিপি তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “আইজিপি পদত্যাগ করেছেন। তিনি ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিবের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি শিগগিরই একজন নতুন আইজিপি নিয়োগ দেব।”

শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী, শুধুমাত্র পার্লামেন্ট দেশের পুলিশ প্রধানকে সরিয়ে দেয়ার ক্ষমতা রাখে তাও আবার অনেকটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে। সরকারি কর্মকর্তাদেরকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রেসিডেন্টের দপ্তরের ওই দুই কর্মকর্তার একজন বলেছেন, প্রেসিডেন্ট সিরিসেনা এখনো আইজিপির কাছ থেকে পদত্যাগপত্র পাওয়ার আশা করছেন। তবে অন্য কর্মকর্তা বলেছেন, পুলিশ প্রধান পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছেন। ওই দুই কর্মকর্তার কেউই পরিচয় প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।
আইজিপি জয়সুন্দরাকে এ ব্যাপারে মন্তব্য করার জন্য পাওয়া যায়নি। পুলিশ বিভাগেরি একজন কর্মকর্তা জানিয়েছেন, আইজিপি পদত্যাগ করেননি; গতকাল (শনিবার) তার অফিসে অপুস্থিত ছিলেন মাত্র। গত রোববার শ্রীলঙ্কার কয়েকটি গির্জা ও হোটেলে ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৫০ ব্যক্তি নিহত হয়েছেন।#
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৮