পাকিস্তানে পুলিশের ওপর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯
(last modified Wed, 08 May 2019 12:32:10 GMT )
মে ০৮, ২০১৯ ১৮:৩২ Asia/Dhaka
  • পাকিস্তানের নিরাপত্তা বাহিনী
    পাকিস্তানের নিরাপত্তা বাহিনী

পাকিস্তানের লাহোরে একটি সুফি মাজারের কাছে পুলিশ চেক পয়েন্টে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে নয় জনে দাঁড়িয়েছে। নিহতদের অন্তত পাঁচ জন পুলিশ বাহিনীর সদস্য। আজকের হামলায় আহত হয়েছেন অন্তত ২৬ জন।

পুলিশ জানিয়েছে,  আজ সকালে লাহোরের বিখ্যাত ‘দাতা দরবার’ সুফি মাজারের একটি প্রবেশপথের বাইরে এ হামলা চালানো হয়েছে। লাহোর পুলিশ প্রধান ঘাজানফার আলী বলেছেন, মাজারের বাইরে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।

পাকিস্তান তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে ২০১০ সালে এ মাজারেই আত্মঘাতী বোমা হামলায় কয়েক ডজন মানুষ হতাহত হয়। পাকিস্তানে মাঝে মধ্যেই এ ধরণের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮  

ট্যাগ