গণধর্ষণের দায়ে সাইপ্রাসে ১২ ইসরাইলি আটক
https://parstoday.ir/bn/news/world-i72045
ইহুদিবাদী ইসরাইলের ১২ নাগরিককে আটক করেছে সাইপ্রাস কর্তৃপক্ষ। এসব ইসরাইলির বিরুদ্ধে ১৯ বছরের এক তরুণী পর্যটককে বিনোদন নগরী আইয়া নাপাতে গণধর্ষণ করার অভিযোগ আনা হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ১৮, ২০১৯ ১৬:১৭ Asia/Dhaka
  • বিনোদন নগরী আইয়া নাপার একটি দৃশ্য
    বিনোদন নগরী আইয়া নাপার একটি দৃশ্য

ইহুদিবাদী ইসরাইলের ১২ নাগরিককে আটক করেছে সাইপ্রাস কর্তৃপক্ষ। এসব ইসরাইলির বিরুদ্ধে ১৯ বছরের এক তরুণী পর্যটককে বিনোদন নগরী আইয়া নাপাতে গণধর্ষণ করার অভিযোগ আনা হয়েছে।

সাইপ্রাসের ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা ‘সাইপ্রাস মেইল’ গতকাল (বুধবার) জানিয়েছে, ইসরাইলের এসব নাগরিক ওই তরুণীকে তার হোটেল কক্ষে ধর্ষণ করে। তবে ভিক্টিম তরুণী কোন দেশের নাগরিক তা প্রকাশ করে নি পত্রিকাটি। সাইপ্রাসের কর্মকর্তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন।

কলম্বিয়ায় আটক ইসরাইলি 'যৌনচক্র' 

এদিকে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ১২ নাগরিকের আটকের খবর জানে বলে নিশ্চিতি করেছে। আটক ব্যক্তিদের সঙ্গে ইসরাইলের কনসাল ইউসেফ উরুমব্রান্ড যোগাযোগ করেছেন এবং তাদের পরিবারকে বিষয়টি অবহিত করেছেন।

গত বছর কলম্বিয়ায় একটি যৌন চক্র পরিচালনার দায়ে ইসরাইলের ছয় নাগরিককে আটক করেছিল পুলিশ। এ চক্র অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে প্রতারণার মাধ্যমে ইসরাইলি পর্যটকদের সঙ্গে যৌন মিলনে বাধ্য করত।#   

পার্সটুডে/এসআইবি/১৮