সৌদি তেল স্থাপনায় হামলা: ইরানকে দায়ী করার প্রতিবাদ করেছে চীন
https://parstoday.ir/bn/news/world-i73703-সৌদি_তেল_স্থাপনায়_হামলা_ইরানকে_দায়ী_করার_প্রতিবাদ_করেছে_চীন
সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনারা যে ড্রোন হামলা চালিয়েছে তার জন্য ইরানকে অভিযুক্ত করে আমেরিকার দেয়া বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে চীন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৯ ১৭:৪০ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং
    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং

সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনারা যে ড্রোন হামলা চালিয়েছে তার জন্য ইরানকে অভিযুক্ত করে আমেরিকার দেয়া বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং আজ (সোমবার) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, “কোনো রকমের তদন্ত ছাড়াই একটি দেশকে এই ধরনের হামলার জন্য দায়ী করা আমি মনে করি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ।”

তিনি বলেন চীনের অবস্থান হচ্ছে এমন কোন ধরনের পদক্ষেপ না নেয়া যার কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলে দ্বন্দ্ব এবং সংঘাত বেড়ে যায়। এর পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে ধৈর্যধারণের আহ্বান জানান যাতে আঞ্চলিক উত্তেজনা আর না বাড়ে।

আরামকো তেল কোম্পানির ওপর ইয়েমেনি সামরিক বাহিনীর ড্রোন হামলার পর আগুনের কুণ্ডলি (শনিবারের ছবি)

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী শনিবার ভোরে সৌদি আরবের আরামকো তেল কোম্পানির দুটি স্থাপনায় ড্রোনের সাহায্যে ব্যাপক হামলা চালায়। ওই হামলার কারণে সৌদি আরবের তেল এবং গ্যাসের উত্তোলন শতকরা ৫০ ভাগ কমে গেছে।

হামলার পরপরই আমেরিকা এ ঘটনাযর জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দায়ী করে বিবৃতি দিয়েছে। তবে এ বিষয়ে কোনো রকমের তদন্ত এবং তথ্য প্রমাণের প্রয়োজন মনে করে নি তারা। ইরান অবশ্য আমেরিকার এই ভিত্তিহীন অভিযোগ উড়িয়ে দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬