মার্কিন শুল্ক বৃদ্ধির জবাব দেবে ইউরোপীয় ইউনিয়ন: জার্মানি
https://parstoday.ir/bn/news/world-i74205-মার্কিন_শুল্ক_বৃদ্ধির_জবাব_দেবে_ইউরোপীয়_ইউনিয়ন_জার্মানি
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিভিন্ন পণ্যের ওপর আমেরিকা যে বাড়তি শুল্ক আরোপ করেছে তার বিরুদ্ধে ইউরোপের দেশগুলো প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। ইইউ যদি এই ঘোষণা বাস্তবায়ন করে তাহলে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক সংঘাত আরো বাড়বে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৪, ২০১৯ ১৮:১৮ Asia/Dhaka
  • জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস
    জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিভিন্ন পণ্যের ওপর আমেরিকা যে বাড়তি শুল্ক আরোপ করেছে তার বিরুদ্ধে ইউরোপের দেশগুলো প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। ইইউ যদি এই ঘোষণা বাস্তবায়ন করে তাহলে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক সংঘাত আরো বাড়বে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আজ (শুক্রবার) আরো বলেন, “আমরা এখন প্রতিক্রিয়া দেখাবো।” বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও'র অনুমোদন নিয়ে আমরাও মার্কিন পণ্যের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ করব।”

এয়ারবাস কোম্পানি

গত বুধবার আমেরিকা ঘোষণা করেছে, ইউরোপ থেকে আমদানি করা পণ্যের ওপর ওয়াশিংটন ৭৫০ কোটি ডলার বাড়তি শুল্ক আরোপ করবে। ইউরোপ থেকে আমদানি করা কৃষি পণ্যের উপর শাস্তিমুলক শুল্ক আরোপ করা হবে। বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাস-কে ইইউ অবৈধভাবে ভর্তুকি দিচ্ছে বলে অভিযোগ তুলে আমেরিকা ইউরোপীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করে।

ডাব্লিউটিও’র বর্তমান সনদ অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারবে না তবে তারা নিজেদের মতো করে বাড়তি শুল্ক আরোপ করতে পারবে।#

পার্সটুডে/এসআইবি/৪