জাপানে শক্তিশালী টাইফুনের তাণ্ডবে নিহত ২৬, ব্যাপক ক্ষয়ক্ষতি
জাপানে শক্তিশালী টাইফুন হাগিবিসের আঘাতে অন্তত ২৬ জন নিহত ও ১৭৫ ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। জাপানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এনএইচকে এ তথ্য জানিয়েছে।
জাপান সরকারের মুখপাত্র ইয়োশিহিদে সুগা জানান, শনিবার সন্ধ্যায় টোকিওর দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে টাইফুন হাগিবিস। টাইফুনের কারণে মাউন্ট ফুজির কাছে হাকোনো শহরে ৪৮ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে কয়েকটি নদীর পানি উপচে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ঝড়ের জেরে ভূমিধস ও জলোচ্ছ্বাসে অসংখ্য ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৩ লাখ ৭৬ হাজার ঘরবাড়ির ৫ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এছাড়া ১৪ হাজার বাড়িতে পানির অভাব দেখা দিয়েছে।

জাপানি গণমাধ্যম জানিয়েছে, দেশটির বেশিরভাগ অঞ্চলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ট্রেন ও বুলেট ট্রেন বাতিল করা হয়েছে। নারিন্দা বিমানবন্দরে বাতিল হয়েছে শত শত ফ্লাইট।
নৌকা ও হেলিকপ্টারের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। ভূমিধসের ফলে বিভিন্ন এলাকায় আটকা পড়া লোকজনকে সরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী।
জাপানের আবহাওয়া জানিয়েছে, ৮৭০ মাইল এলাকাজুড়ে এগোতে থাকা ওই টাইফুনের জেরে তীব্র ঝড়ো হাওয়া বইবে। এই ঝড়ের কেন্দ্রে ঘণ্টায় প্রতি ঘণ্টায় ১৬২ কিলোমিটার বেগে হাওয়া বইবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

টাইফুন হাগিবিস জাপানে আঘাত হানার প্রেক্ষিতে দেশটির পূর্ব ও মধ্যাঞ্চলীয় আটটি জেলার কর্তৃপক্ষ এখন সেখানকার কয়েক লক্ষ লোককে অবিলম্বে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
গত ৬০ বছরে জাপানে এটাই সবচেয়ে শক্তিশালী ঝড়ের আঘাত বলে মনে করা হচ্ছে। এর আগে ১৯৫৮ সালের টাইফুনে প্রায় ১২০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন। এবারের হাগিবিস তীব্রতায় সেটির সমকক্ষ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এবার হতাহতের সংখ্যা কম হবে বলে তাদের ধারণা।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।