আদালতের নির্দেশে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভা মুক্ত; 'লড়াই চলবে'
-
লুলা দা সিলভা
ব্রাজিলের সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি পেয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইন সিও লুলা দা সিলভা। দেড় বছর পর তিনি কারাগার থেকে মুক্তি পেলেন। দুর্নীতির দায়ে পাওয়া সাজা সর্বোচ্চ আদালত খারিজ করে দেওয়ার পর গতকাল শুক্রবার মুক্তি পান তিনি।
৭৪ বছর বয়সী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলাকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য তার আইনজীবীরা আবেদন জানানোর কয়েক ঘণ্টা পর তিনি কারাগার থেকে ছাড়া পান। ২০১৮ সালের এপ্রিল থেকে সেখানে বন্দী ছিলেন লুইজ ইন সিও লুলা দা সিলভা।
দুর্নীতি ও অর্থ পাচার করার দায়ে তিনি প্রায় ৯ বছরের সাজা ভোগ করছিলেন। কারাগার থেকে বেরিয়ে আসার সময় হাজারো মানুষ করতালি দিয়ে স্বাগত জানায় লুলাকে। এ সময় লুলা দেশের গরিব মানুষের জন্য তার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বর্তমান প্রেসিডেন্ট চরম ডানপন্থী নেতা জাইর বোলসোনারোর আর্থিক নীতিমালার কঠোর সমালোচনা করেন।
বৃহস্পতিবার রাতে সর্বোচ্চ আদালত লুলার বিরুদ্ধে দেওয়া নিম্ন আদালতের সাজা খারিজ করে দেন। এ মামলার কয়েক হাজার আসামির অন্যতম হচ্ছেন। লুলা দা সিলভা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছেন।#
পার্সটুডে/এসএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।