চীনপন্থী বলে পরিচিত রাজাপাকসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত
(last modified Sun, 17 Nov 2019 13:38:39 GMT )
নভেম্বর ১৭, ২০১৯ ১৯:৩৮ Asia/Dhaka
  • গোতাভায়া রাজাপাকসে
    গোতাভায়া রাজাপাকসে

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোতাভায়া রাজাপাকসে। তিনি পেয়েছেন ৫২ দশমিক ২৫ শতাংশ ভোট। দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রাজাপাকসের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা পরাজয় মেনে নিয়ে রাজাপাকসে-কে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের রায়কে সম্মান জানাচ্ছি। শ্রীলঙ্কার সপ্তম প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করায় গোতাভায়া রাজাপাকসে-কে অভিনন্দন।

৭০ বছরের গোতাভায়া রাজাপাকসে হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে'র ছোট ভাই। তিনি প্রতিরক্ষামন্ত্রী থাকাকালে তামিল গেরিলাদের পরাস্ত করতে সক্ষম হন। এর ফলে ৩৭ বছরের বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের অবসান ঘটে।  আগামীকাল বা পরশু তার শপথ নেওয়ার কথা রয়েছে।

তামিল গেরিলাদের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে চীনের জোরালো সমর্থন পেয়েছিল সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সরকার। এ কারণে বিজয়ী প্রার্থীকে চীনপন্থী বলে মনে করা হয়। তবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীই নির্বাচনী প্রচারণার সময় ভারত ও চীন উভয় দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।# 

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ