হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পশ্চিমা প্রচেষ্টা প্রতিহত করবে চীন
https://parstoday.ir/bn/news/world-i75345-হংকংয়ের_অভ্যন্তরীণ_বিষয়ে_হস্তক্ষেপের_পশ্চিমা_প্রচেষ্টা_প্রতিহত_করবে_চীন
‘কিছু পশ্চিমা দেশের’ পক্ষ থেকে হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ‘যেকোনো প্রচেষ্টা’ প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেছে চীন। ব্রিটেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ শিয়াওমিং গতকাল (সোমবার) লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি ‘কিছু পশ্চিমা দেশ’ বলতে দৃশ্যত আমেরিকা ও ব্রিটিশ সরকারের হস্তক্ষেপমূলক নীতিকে বোঝানোর চেষ্টা করেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১৯, ২০১৯ ১৫:১১ Asia/Dhaka
  • ব্রিটেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ শিয়াওমিং
    ব্রিটেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ শিয়াওমিং

‘কিছু পশ্চিমা দেশের’ পক্ষ থেকে হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ‘যেকোনো প্রচেষ্টা’ প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেছে চীন। ব্রিটেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ শিয়াওমিং গতকাল (সোমবার) লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি ‘কিছু পশ্চিমা দেশ’ বলতে দৃশ্যত আমেরিকা ও ব্রিটিশ সরকারের হস্তক্ষেপমূলক নীতিকে বোঝানোর চেষ্টা করেছেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, তার দেশ ওইসব বিদেশি শক্তিকে একথা বলে দিতে চায় যে, চীন সরকার হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার কাজে অটল ও অবিচল থাকবে।

লিউ শিয়াওমিং বলেন, “কিছু পশ্চিমা দেশ প্রকাশ্যে হংকংয়ের সহিংস দুর্বৃত্তদের প্রতি সমর্থন জানাচ্ছে। মার্কিন প্রতিনিধি পরিষদ হংকংয়ের কথিত মানবাধিকার ও গণতন্ত্র রক্ষার নামে সেখানকার অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ করছে।” তিনি বলেন, আমরা ওয়াশিংটনকে একথা মনে করিয়ে দিতে চাই যে, হংকং পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয়।

চীনা রাষ্ট্রদূত একইসঙ্গে ব্রিটিশ সরকার ও দেশটির পার্লামেন্টের তীব্র সমালোচনা করে বলেন, লন্ডন হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের যে চেষ্টা করছে তা গ্রহণযোগ্য নয়।

হংকংয়ের অপরাধীদের চীন সরকারের হাতে তুলে দেয়া সংক্রান্ত একটি আইনের প্রতিবাদে গত জুন মাস থেকে হংকংয়ে চীন বিরোধী বিক্ষোভ চলছে। হংকংয়ের স্থানীয় পার্লামেন্টে আনিত ও বিলটি পরবর্তীতে প্রত্যাহার করা হলেও বিক্ষোভ বন্ধ হয়নি। বেইজিং অভিযোগ করছে, পশ্চিমা দেশগুলোর উসকানিতে বিক্ষোভকারীরা জনগণের জানমালের ব্যাপক ক্ষতি করছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিক্ষোভাকারীরা হংকংকে চীনা ভূখণ্ড থেকে সম্পূর্ণ স্বাধীন করে ফেলার দাবিতে আন্দোলন শুরু করেছে। #

পার্সটুডে/এমএমআই/এআর/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।