মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইয়ামিনের ৫ বছরের কারাদণ্ড
https://parstoday.ir/bn/news/world-i75552-মালদ্বীপের_সাবেক_প্রেসিডেন্ট_ইয়ামিনের_৫_বছরের_কারাদণ্ড
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছে।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৯, ২০১৯ ১৬:২৭ Asia/Dhaka
  • আব্দুল্লাহ ইয়ামিন
    আব্দুল্লাহ ইয়ামিন

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছে।  

গতকাল (বৃহস্পতিবার) মালদ্বীপের একটি আদালত অর্থ আত্মসাতের দায়ে এ শাস্তি দিয়েছে। বিচারকরা বলেছেন, ইয়ামিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, বেসরকারি একটি কোম্পানিকে বেশ কয়েকটি দ্বীপ ভাড়া দেয়ার বিনিময়ে প্রাপ্ত ১০ লাখ ডলার সরকারি অ্যাকাউন্টে না দিয়ে তিনি নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছিলেন।

ইয়ামিন প্রথম থেকেই কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালত চত্বরের বাইরে তার সমর্থকরা বিক্ষোভ করেন এবং তাদের নেতা নির্দোষ বলে দাবি করেন।

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আব্দুল্লাহ ইয়ামিন চীনপন্থি বলে পরিচিত।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।