তালেবানকে কাবুলের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানাল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i75609-তালেবানকে_কাবুলের_সঙ্গে_আলোচনায়_বসার_আহ্বান_জানাল_পাকিস্তান
আফগান সরকারের সঙ্গে আলোচনা শুরু করার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, আলোচনা হচ্ছে আফগান সংকট সমাধানের একমাত্র উপায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি আজ (রোববার) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় এ আহ্বান জানান।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৯ ১৭:০৯ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি
    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি

আফগান সরকারের সঙ্গে আলোচনা শুরু করার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, আলোচনা হচ্ছে আফগান সংকট সমাধানের একমাত্র উপায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি আজ (রোববার) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় এ আহ্বান জানান।

আফগান সরকার ও তালেবানের মধ্যে যেকোনো আলোচনাকে ইসলামাবাদ স্বাগত জানাবে উল্লেখ করে কুরেশি বলেন, সংলাপের মাধ্যমে আফগানিস্তানে টেকসই শান্তি প্রতিষ্ঠিত হবে বলে পাকিস্তান আশা করছে।

পাকিস্তানের ক্ষমতাসীন তেহরিকে ইনসাফ পার্টির উপ প্রধান শাহ মেহমুদ কুরেশি বলেন, আফগান সংকটের সমাধান হলে তা গোটা অঞ্চলের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে; কাজেই এ কাজে সম্ভাব্য সব রকম সহযোগিতা করতে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে।

পাক পররাষ্ট্রমন্ত্রী এমন সময় আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে তালেবানের প্রতি আহ্বান জানালেন যখন তালেবান বহু আগে থেকে বলে আসছে, আফগানিস্তানে একজন মার্কিন সেনা অবশিষ্ট থাকতেও কাবুল সরকারের সঙ্গে তারা আলোচনায় বসেব না। তালেবানের বক্তব্য হচ্ছে, যতক্ষণ আফগানিস্তানে মার্কিন সেনা আছে ততক্ষণ আফগান সরকারের নিজস্ব কোনো ক্ষমতা নেই। তাই বিদেশি সেনারা দেশ না ছাড়া পর্যন্ত তারা কাবুলের সঙ্গে সংলাপে বসবে না। তালেবান বরং গত কয়েক মাস ধরে মার্কিন সরকারের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে আসছে।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।