প্রেসটিভি পরিদর্শনে বাংলাদেশের রাষ্ট্রদূত: 'রোহিঙ্গাদের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে'
https://parstoday.ir/bn/news/world-i76367-প্রেসটিভি_পরিদর্শনে_বাংলাদেশের_রাষ্ট্রদূত_'রোহিঙ্গাদের_প্রতি_সহযোগিতা_অব্যাহত_থাকবে'
ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার আজ (বুধবার) তেহরানে ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেসটিভি’র কার্যালয় ও কয়েকটি স্টুডিও পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মাদ সবুর হোসেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০১, ২০২০ ২১:৪৯ Asia/Dhaka
  • রাষ্ট্রদূত গওসোল আযম (মাঝে)
    রাষ্ট্রদূত গওসোল আযম (মাঝে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার আজ (বুধবার) তেহরানে ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেসটিভি’র কার্যালয় ও কয়েকটি স্টুডিও পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মাদ সবুর হোসেন।

প্রেসটিভি হচ্ছে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের ২৪ ঘণ্টার ইংরেজি নিউজ চ্যানেল।  

বাংলাদেশের রাষ্ট্রদূত প্রেসটিভির নিউজরুম ও স্টুডিও পরিদর্শনের পর আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধান ড. পেইমান জেবেলির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে ইরান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সুসম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধন সমুন্নত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। ড. জেবেলি বলেন, বাংলাদেশ হচ্ছে ইরানের ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র। দুই দেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব থাকলেও ইরান বাংলাদেশকে অত্যন্ত কাছের বলে মনে করে। তিনি মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। প্রেসটিভি ও রেডিও তেহরান রোহিঙ্গা ইস্যুতে সাধ্য অনুযায়ী কাজ করছে বলে জানান ড. জেবেলি।

ড. জেবেলির সঙ্গে বৈঠক করছেন রাষ্ট্রদূত গওসোল আজম সরকার

বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরণার্থীদের দুঃখ-কষ্ট বুঝেন। এ কারণে তিনি তাদেরকে আশ্রয় দিয়েছেন। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা একবেলা কম খেয়ে হলেও মিয়ানমারের অসহায় সংখ্যালঘু মুসলমানদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখব”।  বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, প্রেসটিভি ও রেডিও তেহরান পেশাদারিত্বের পরিচয় দিচ্ছে। এ সময় তিনি প্রেসটিভি থেকে সম্প্রচারিত নদী বিষয়ক একটি ডকুমেন্টারির প্রশংসা করেন। 

এএফএম গওসোল আযম সরকার বলেন, ২০২০ ও ২০২১ সাল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দু’টি বছর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ ও ২০২১ সালকে 'মুজিব বর্ষ' হিসেবে উদযাপন করা হবে। এরপর পালিত হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব। ২০২১ সাল ভিশন-২০২১ সমাপ্তিরও বছর। এ উপলক্ষে দেশে-বিদেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বৈঠকে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মাদ সবুর হোসেন রেডিও তেহরান শোনার অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, "স্কুল জীবনে অন্যান্য বেতারের সঙ্গে আমি রেডিও তেহরানও শুনতাম। তেহরানে আসার পর এখন সুযোগ পেলেই রেডিও তেহরান শুনি।" 

বৈঠক শেষে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রেসটিভি এবং রেডিও তেহরানকে বিশেষ সাক্ষাৎকার দেন। রেডিও তেহরানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ-ইরান সম্পর্কের ইতিহাস, বর্তমান অবস্থা এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

বিশ্ব কার্যক্রমের প্রধানের সঙ্গে বৈঠক এবং স্টুডিও পরিদর্শনের সময় আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের ভারত উপমহাদেশ ও পূর্ব এশিয়া অঞ্চলের মহাপরিচালক মোহাম্মাদ হাসান নওরোজি, বাংলা বিভাগের বর্তমান পরিচালক মুজতবা ইব্রাহিমি, সাবেক পরিচালক সোহেল আহম্মেদ এবং সিনিয়র সাংবাদিক নাসির মাহমুদও উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।