রাইসিনা ডায়লগ সম্মেলন
আনেন-জারিফ বৈঠকে ইউরোপের সংঘাতময় সিদ্ধান্তের নিন্দায় জারিফ
-
রাইসিনা বৈঠকে জারিফসহ অন্যান্য নেতৃবৃন্দ
ভারতের নয়াদিল্লিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৈঠকে বসেছেন। গতকাল সন্ধ্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফের সঙ্গে জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইলস আনেনের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

নয়াদিল্লিতে রাইসিনা ডায়লগ সম্মেলনের অবকাশে অনুষ্ঠিত ওই বৈঠকে পরমাণু সমঝোতা বাস্তবায়নসহ আঞ্চলিক পরিস্থিতি বিশেষ করে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ড.জারিফ পরমাণু সমঝোতার (জেসিপিওএ) প্রতিশ্রুতি রক্ষায় ইউরোপীয়দের ব্যর্থতার সমালোচনা করেন। তিনি বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে ধ্বংস করার লক্ষ্যে তিন ইউরোপীয় দেশের পক্ষ থেকে সংঘাতপূর্ণ উপায় বেছে নেয়ার সিদ্ধান্ত নিন্দনীয়। রাজনৈতিক দিক থেকেও এই পদক্ষেপ "কৌশলগত ভুল" এবং এর আইনগত ভিত্তি নেই। পক্ষান্তরে মি. আনেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে জার্মানির সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন,জার্মানি পরমাণু সমঝোতা রক্ষা করার পক্ষে। তিনি বলেন ইউরোপীয় তিন মন্ত্রীর চিঠির অর্থ পরমাণু সমঝোতা ধ্বংস নয়।
ইউরোপীয় তিন দেশ ফ্রান্স,ব্রিটেন ও জার্মানি ইরানকে পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে তেহরানের বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহালের কথা ঘোষণা করে। ওই তিন দেশ বলেছে,ইরানকে পরমাণু সমঝোতায় পরিপূর্ণভাবে ফিরে আসার জন্য ১৫ দিন সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে ইরান কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তারা তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে।
পঞ্চম রাইসিনা সম্মেলন গতকাল নয়াদিল্লিতে শুরু হয়েছে এবং আগামিকাল ওই সম্মেলন শেষ হবে। এবারের ওই সম্মেলনে বিশ্বের ১০৩ টি দেশ থেকে বিভিন্ন পর্যায়ের ৭০০ কর্মকর্তা অংশগ্রহণ করেছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।