ইদলিব নিয়ে চতুর্পক্ষীয় শীর্ষ বৈঠকের খবর দিলেন এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i77675-ইদলিব_নিয়ে_চতুর্পক্ষীয়_শীর্ষ_বৈঠকের_খবর_দিলেন_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে শিগগিরই রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও তুরস্কের মধ্যে চতুর্পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে ওই অঞ্চলে মোতায়েন তুর্কি সেনাদের জীবন হুমকির মুখে পড়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ০৭:৫৯ Asia/Dhaka
  • রজব তাইয়্যেব এরদোগান
    রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে শিগগিরই রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও তুরস্কের মধ্যে চতুর্পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে ওই অঞ্চলে মোতায়েন তুর্কি সেনাদের জীবন হুমকির মুখে পড়েছে।

প্রেসিডেন্ট এরদোগান শনিবার আঙ্কারায় বলেছেন, তিনি আগামী ৫ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে বৈঠকে বসবেন।

২০১৫ সালের সেপ্টেম্বর থেকে রাশিয়া সিরিয়ার সন্ত্রাস বিরোধী অভিযানে সরাসরি অংশগ্রহণ শুরু করার পর উগ্র সন্ত্রাসীরা একের পর এক প্রদেশ থেকে পশ্চাদপসরণ করে ইদলিব প্রদেশে আশ্রয় নেয়। বর্তমানে সিরিয়ার বেশিরভাগ এলাকা দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি তছনছ করে দিতে গত কয়েক মাস ধরে সিরিয়ার সেনাবাহিনী ইদলিবে সাড়াশি অভিযান চালাচ্ছে।

অভিযানে এ পর্যন্ত তুর্কি সেনাদের কিছু পর্যবেক্ষণ পোস্টসহ ইদলিব প্রদেশের বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী। তুরস্ক ২০১৮ সালে ইদলিব প্রদেশে অনুপ্রবেশ করে এসব পোস্ট স্থাপন করেছিল। তুরস্ক দাবি করেছে, সাম্প্রতিক সময়ে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক ডজনেরও বেশি তুর্কি সেনা নিহত হয়েছে।#                    

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।