মার্কিন কংগ্রেসের ৬ সদস্য করোনা আক্রান্ত; ৩০ জন সেল্ফ কোয়ারেন্টিনে
https://parstoday.ir/bn/news/world-i78708-মার্কিন_কংগ্রেসের_৬_সদস্য_করোনা_আক্রান্ত_৩০_জন_সেল্ফ_কোয়ারেন্টিনে
আমেরিকার কংগ্রেসের অন্তত ছয় সদস্য করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। এছাড়া, ৩০ জন কংগ্রেস সদস্য স্বেচ্ছায় কোয়ারেন্টিনে চলে গেছেন। তাদের মাধ্যমে যাতে করোনাভাইরাস ছড়াতে না পারে সেজন্য তারা নিজেরাই এ ব্যবস্থা নিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ৩১, ২০২০ ১৩:৩৪ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদ
    মার্কিন প্রতিনিধি পরিষদ

আমেরিকার কংগ্রেসের অন্তত ছয় সদস্য করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। এছাড়া, ৩০ জন কংগ্রেস সদস্য স্বেচ্ছায় কোয়ারেন্টিনে চলে গেছেন। তাদের মাধ্যমে যাতে করোনাভাইরাস ছড়াতে না পারে সেজন্য তারা নিজেরাই এ ব্যবস্থা নিয়েছেন।

আমেরিকায় এরইমধ্যে করোনাভাইরাসের মহামারী ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে। দেশটিতে তিন হাজারের বেশি মানুষ মারা গেছে এবং এক লাখ ৬৩ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আমরিকায় ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে আকরোনাভাইরাসের মহামারী

পরিস্থিতি মোকাবেলায় মার্কিন সরকার এরইমধ্যে ২.২ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তা বরাদ্দ করেছে এবং বিষয়টি এরইমধ্যে কংগ্রেসে আইন আকারে পাস করা হয়েছে। ফলে ক্যাপিটলহিলে কংগ্রেস এ বসার জন্য আর কোনো সদস্যকে আগামী ২০ এপ্রিলের আগে ওয়াশিংটনে ফিরতে হবে না।

২.২ ট্রিলিয়ন ডলার অর্থ সহায়তা বিল পাস করার জন্য গত শুক্রবার ২৩০ জন প্রতিনিধি পরিষদ সদস্য ওয়াশিংটনে জড়ো হয়েছিলেন।#

পার্সটুডে/এসআইবি/৩১