করোনাভাইরাসকে কেন্দ্র করে ‘ঘৃণার সুনামি’ বন্ধ করুন: জাতিসংঘ মহাসচিব
https://parstoday.ir/bn/news/world-i79708-করোনাভাইরাসকে_কেন্দ্র_করে_ঘৃণার_সুনামি’_বন্ধ_করুন_জাতিসংঘ_মহাসচিব
করোনাভাইরাস মহামারির কারণে প্রতিনিয়ত বাড়তে থাকা জাতিবিদ্বেষ, ঘৃণা এবং মুসলিমবিরোধী হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মে ০৮, ২০২০ ১৮:১৮ Asia/Dhaka

করোনাভাইরাস মহামারির কারণে প্রতিনিয়ত বাড়তে থাকা জাতিবিদ্বেষ, ঘৃণা এবং মুসলিমবিরোধী হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আজ (শুক্রবার) এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এ মহামারি জাতিবিদ্বেষ, আতঙ্ক ও ঘৃণার সুনামি সৃষ্টি করেছে। অনলাইনে বিদেশিবিরোধী মন্তব্য ছড়িয়ে পড়েছে, রাস্তায় রাস্তায় অভিবাসনবিরোধী বিক্ষোভ হচ্ছে এবং মুসলিম-বিদ্বেষী হামলা বাড়ছে।'

গুতেরেস বলেন, অভিবাসী ও শরণার্থীদের 'ভাইরাসের উৎস' বলে চিহ্নিত করে তাদের চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানানো হচ্ছে। তাছাড়া সংবাদিক, তথ্য ফাঁসকারী, স্বাস্থ্যকর্মী, ত্রাণকর্মী ও মানবাধিকারকর্মীরা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এসব বিদ্বেষমুলক বক্তব্যের অবসানে সবাইকে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘ প্রধান বলেন, 'আমি প্রত্যেককে ঘৃণার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, আপনারা একে অপরকে মূল্যবোধের শিক্ষা দিন, প্রতিটি সুযোগ গ্রহণ করুন ও ভালোবাসা ছড়িয়ে দিন। আমরা যখন মহামারী প্রতিরোধ করতে চাইছি, তখন আমাদের অবশ্যই মানুষকে সুরক্ষা করতে হবে, রোধ করতে হবে কুসংস্কার ও সহিংসতা।'

১ মিনিট ২৭ সেকেন্ডের এই বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তির সাহায্যে শিক্ষা পদ্ধতির ওপর নির্ভরশীল হওয়ার পরামর্শ দেন। গুতেরেসবলেন, বিশ্বের কোটি কোটি যুবক এখন অনলাইনে সময় ব্যয় করছে। আর চরমপন্থীরা এই সময় তাদের বিপথে নেয়ার চেষ্টা করছে। গুতেরেস সামাজিক গণমাধ্যমগুলোকে বর্ণবাদী, ঘৃণাত্মক ও অন্যান্য ক্ষতিকর কনটেন্টগুলো নিজেদের সাইট থেকে মুছে ফেলার পরামর্শ দেন।#

 পার্সটুডে/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।