মার্কিন নির্বাচনে বাইডেনের বিজয় চায় চীন: ট্রাম্পের উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/world-i82498-মার্কিন_নির্বাচনে_বাইডেনের_বিজয়_চায়_চীন_ট্রাম্পের_উপদেষ্টা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, চীন চায় আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করুন। তিনি বলেন, চীন পছন্দ করে না যে, প্রেসিডেন্ট ট্রাম্প আরেকবার ক্ষমতায় আসুন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
আগস্ট ২৪, ২০২০ ১২:১৬ Asia/Dhaka
  • পিটার নাভারো
    পিটার নাভারো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, চীন চায় আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করুন। তিনি বলেন, চীন পছন্দ করে না যে, প্রেসিডেন্ট ট্রাম্প আরেকবার ক্ষমতায় আসুন।

ট্রাম্পের এ উপদেষ্টা বলেন, পুরো নির্বাচন চীন এবং ডেমোক্র্যাট দলের মধ্যে সেট করা রয়েছে। এ নির্বাচন হবে একজন কঠিন ব্যক্তি এবং একজন নিরীহ ব্যক্তির মধ্যে। আপনারা এ  কঠিন প্রতিদ্বন্দ্বিতা পছন্দ করছি। আমি মনে করি সবসময় আমেরিকার জনগণ একজন নিরীহ ব্যক্তির চেয়ে কঠিন ব্যক্তিকে হোয়াইট হাউজে দেখতে পছন্দ করেন কারণ তারা জানেন যে, বিশ্ব একটা বিপজ্জনক জায়গা। ফক্স বিজনেস নেটওয়ার্কের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে পিটার নাভারো এসব কথা বলেন।

জো বাইডেন (বামে) ও ডোনাল্ড ট্রাম্প

অতীতে চীনের পক্ষে কাজ করার অভিযোগ তুলে ট্রাম্পের এ উপদেষ্টা ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন পাওয়া প্রার্থী জো বাইডেনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “আপনারা কি কেউ প্রছন্দ করবেন করবেন যে নাফটা চুক্তি আবার হোক যার কারণে আমেরিকায় লাখ লাখ মেক্সিকোবাসীর কর্মসংস্থান হবে এবং অবৈধ অভিবাসীর ঢল নামবে? আমেরিকার কেউ কি চায় চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় চলে আসুক এবং হাজার হাজার শিল্প-কলকারখানা মিডওয়েস্ট থেকে চীনে চলে যাক?”

আগামী ৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষের প্রচারকারীরা চীন এবং বাইডেনকে এক কাতারে ফেলে দেখানোর চেষ্টা করছে।#

পার্সটুডে/এসআইবি/২৪