আর্মেনিয়ার সামরিক ড্রোন ভূপাতিত করল আযারবাইজান
(last modified Fri, 28 Aug 2020 09:21:39 GMT )
আগস্ট ২৮, ২০২০ ১৫:২১ Asia/Dhaka
  • আর্মেনিয়ার সামরিক ড্রোন ভূপাতিত করল আযারবাইজান

আর্মেনিয়ার একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে আযারবাইজান। আজ (শুক্রবার) আযারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আর্মেনিয়ার একটি সামরিক গোয়েন্দা ড্রোন আযারবাইজানের সামরিক অবস্থানের ওপর দিয়ে উড়ছিল। এ কারণে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

এর আগেও আযারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর্মেনিয়ার কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। গত জুলাই থেকে আর্মেনিয়া ও আযারবাইজানের মধ্যে উত্তেজনা বেড়েছে। 

১২ জুলাই শুরু হওয়া সীমান্ত সংঘর্ষে এ পর্যন্ত দুই পক্ষের বহু সেনা হতাহত হয়েছে। 

নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে এই দুই সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছে।

আযারবাইজানের কয়েক জন সেনা

১৯৯২ সালে সামরিক লড়াইয়ের পর আযারবাইজানের কারাবাখ ও এর আশেপাশের অন্তত সাতটি জেলা দখলে নেয় আর্মেনিয়ার সেনারা। এখনও অঞ্চলটি আর্মেনীয় সেনাদের দখলেই রয়েছে।#  

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।