পাকিস্তানের ভিসা নিতে গিয়ে পদদলিত হয়ে ১৫ আফগান নিহত
https://parstoday.ir/bn/news/world-i84047-পাকিস্তানের_ভিসা_নিতে_গিয়ে_পদদলিত_হয়ে_১৫_আফগান_নিহত
পাকিস্তানে যাওয়ার জন্য ভিসা নিতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন অন্তত ১৫ আফগান নাগরিক। পাকিস্তান কনস্যুলেটের কাছে একটি স্টেডিয়ামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২১, ২০২০ ১৯:০৩ Asia/Dhaka
  • পাকিস্তানের ভিসা নিতে গিয়ে পদদলিত হয়ে ১৫ আফগান নিহত

পাকিস্তানে যাওয়ার জন্য ভিসা নিতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন অন্তত ১৫ আফগান নাগরিক। পাকিস্তান কনস্যুলেটের কাছে একটি স্টেডিয়ামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

আজ (বুধবার) নাঙ্গারহার প্রদেশের প্রধান শহর জালালাবাদের একটি ফুটবল স্টেডিয়ামে কয়েক হাজার আফগান নাগরিক পাকিস্তানের ভিসার টোকেন নিতে জড়ো হলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা এলাকার কাউন্সিল মেম্বার সোহরাব কাদেরী জানিয়েছেন, নিহতদের মধ্যে ১১ জন নারী রয়েছে। নিহতদের বেশিরভাগই বয়স্ক মানুষ। আহত হয়েছে আরও প্রায় ১২ জন।

আরেকজন আফগান কর্মকর্তা বলেছেন, পাকিস্তানে যাওয়ার ভিসার আবেদন করতে ৩ হাজারের বেশি আফগান জড়ো হয়েছিলেন। কনস্যুলেটের সামনে ভিড় এড়াতে ভিসা অফিস থেকে পাশের একটি ফুটবল মাঠে যেতে বলা হয় সবাইকে।

করোনার কারণে সাত মাস বন্ধ থাকার পর এদিনই ভিসা অফিস খোলা হয়। এদিন সকাল থেকে শত শত মানুষ ভিসার জন্য জড়ো হতে থাকেন।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।