এবার আফগানিস্তানের নিমরুজ প্রদেশে তালেবান হামলা: ২০ সৈন্য নিহত
https://parstoday.ir/bn/news/world-i84092-এবার_আফগানিস্তানের_নিমরুজ_প্রদেশে_তালেবান_হামলা_২০_সৈন্য_নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নিমরুজ প্রদেশের খাশরুদ জেলার একটি সেনা ক্যাম্পে তালেবানের হামলায় ২০ আফগান সৈন্য নিহত হয়েছে। খাশরুদের জেলা প্রশাসক জলিল ওয়াতানদুস্ত বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৩, ২০২০ ১৮:৫২ Asia/Dhaka
  • আফগানিস্তানের নিমরুজ প্রদেশের প্রধান শহর নিমরুজ
    আফগানিস্তানের নিমরুজ প্রদেশের প্রধান শহর নিমরুজ

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নিমরুজ প্রদেশের খাশরুদ জেলার একটি সেনা ক্যাম্পে তালেবানের হামলায় ২০ আফগান সৈন্য নিহত হয়েছে। খাশরুদের জেলা প্রশাসক জলিল ওয়াতানদুস্ত বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, বৃহস্পতিবার (গতকাল) রাত একটার দিকে তালেবান সদস্যরা ওই হামলা চালায়। তারা ২০ সৈন্যকে হত্যা করার পাশাপাশি ছয় সৈন্যকে বন্দি করে যাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ ছিলেন।

ওয়াতানদুস্ত বলেন, সরকারের পক্ষে নিহত সৈন্যদের লাশ সরিয়ে আনা সম্ভব হয়নি এবং ওই সেনা ক্যাম্পের নিয়ন্ত্রণ তালেবান নিয়ে নিয়েছে।  খাশরুদের জেলা প্রশাসক বলেন, এর আগেও একবার এই সেনা ক্যাম্পে তালেবানের হামলায় ১৩ সৈন্য নিহত হয়েছিলেন। এরপর ক্যাম্পটিকে নুতন করে অস্ত্রসস্ত্র ও সেনাসজ্জিত করার পর দ্বিতীয়বার তালেবানের হামলা হলো।

একদল সশস্ত্র তালেবান

এর আগে গত মঙ্গলবার আফগানিস্তানের তালেবান গোষ্ঠী উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাখার প্রদেশে আকস্মিক হামলা চালিয়ে অন্তত ২৫ সেনা সদস্যকে হত্যা করেছিল।

কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে যখন শান্তি আলোচনা চলছে এবং দেশটির দুই দশকের সংঘর্ষ ও রক্তপাত অবসানের চেষ্টা চালানো হচ্ছে তখন তালেবানের পক্ষ থেকে এসব হামলা চালানো হলো।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।