আরও একটি শহর উদ্ধারের দাবি করল আজারবাইজান
(last modified Mon, 26 Oct 2020 11:11:22 GMT )
অক্টোবর ২৬, ২০২০ ১৭:১১ Asia/Dhaka
  • আরও একটি শহর উদ্ধারের দাবি করল আজারবাইজান

আজারবাইজানের সেনাবাহিনী নাগারনো-কারাবাখ অঞ্চলের কাবাদালি শহরটি পুনরুদ্ধারের দাবি করেছে।

গতরাতে (রোববার রাতে) আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, কাবাদালি শহরটি মুক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া যাঙ্গিলান, জিব্রাইল ও আরো কয়েকটি গ্রাম মুক্ত করা হয়েছে।

আজারবাইজানের সেনাবাহিনী কাবাদালি শহর পুনরুদ্ধার সংক্রান্ত একটি প্রামাণ্য ভিডিও প্রতিবেদন সম্প্রচার করেছে।

আজারবাইজান ও আর্মেনিয়া মানবিক তৎপরতা চালাতে তৃতীয় দফা যুদ্ধবিরতি পালন করছে। এর আগে শহরটি উদ্ধারের দাবি করে আজারবাইজান। 

সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগার্নো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এর ফলে বহু মানুষ হতাহত হয়েছেন। দুই দেশ এর আগে দুই বার যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্বল্প সময়ের ব্যবধানে তা ভেস্তে গেছে।

আন্তর্জাতিকভাবে নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। কিন্তু ১৯৯০ এর দশকে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আর্মেনিয়া। দখলীকৃত এলাকা থেকে বহু আজারি নাগরিককে বিতাড়িত করা হয় বলে অভিযোগ রয়েছে।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।