পেশোয়ারের মাদ্রাসায় শক্তিশালী বোমা হামলা: নিহত ৮ আহত ১১০
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরের একটি মাদ্রাসায় শক্তিশালী বোমা হামলায় অন্তত সাতজন নিহত ও ১১০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। পাকিস্তানের পুলিশ কর্মকর্তা ওয়াকার আজিম জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কেন্দ্রীয় শহরে পেশোয়ারের জুবাইরিয়া মাদ্রাসায় আজ (মঙ্গলবার) সকালে এ হামলা চালানো হয়।
তিনি বলেন, এক ব্যক্তি মাদ্রাসার একটি কুরআনের ক্লাসে একটি ব্যাগ রেখে চলে যাওয়ার কিছুক্ষণ পর ওই ব্যাগে থাকা বোমা বিস্ফোরিত হয়। পেশোয়ারের পুলিশ প্রধান মুহাম্মাদ আলী খান এ হামলায় সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, নিহতদের মধ্যে দুইজন শিক্ষক ও ছয়জন কোমলমতি ছাত্র রয়েছে।
কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায়িত্ব স্বীকার করেনি তবে পাকিস্তানি তালেবান এর আগে পেশোয়ারে বহুবার এ ধরনের হামলা চালিয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে সাম্প্রতিক বছরগুলোতে তালেবানপন্থ জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে।#
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।