আজারবাইজান-আর্মেনিয়াকে বলে দিয়েছি সীমান্তে সন্ত্রাসী সহ্য করব না: ইরান
-
খাতিবযাদেহ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ বলেছেন, সীমান্তে কোনো সন্ত্রাসীর উপস্থিতি সহ্য করা হবে না। এ ব্যাপারে তেহরান কাউকে ছাড় দেবে না।
তিনি আজ (সোমবার) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, এ অঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে তেহরান এখনও উদ্বিগ্ন। আজারবাইজান ও আর্মেনিয়ার পাশাপাশি অন্যান্য দেশকেও এ বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছে ইরান।
কারাবাখ সংকট সমাধানে ইরানের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, আশা করা হচ্ছে আজারবাইজান ও আর্মেনিয়া উভয়ই এ ব্যাপারে ইতিবাচক জবাব দেবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কারাবাখ সংকট সমাধানে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। ইরানের উত্তর সীমান্তে কারাবাখ সংঘাতে দায়েশ সন্ত্রাসীরা অংশ নিচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর তেহরান এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করলো।
মুখপাত্র বলেন, আগামীকাল থেকে ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ সফর শুরু করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। প্রথমে বলিভিয়া সফরে যাবেন। সেখানে তিনি বলিভিয়ার নয়া প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর কিউবা ও ভেনিজুয়েলা সফর করবেন জারিফ।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইরান হস্তক্ষেপ করছে বলে যে দাবি করা হচ্ছে সে প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে ইরানের কোনো আগ্রহ নেই। মার্কিন জনগণ তাদের পছন্দ মতো প্রেসিডেন্ট নির্বাচন করবেন। ইতিহাসের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমেরিকাই অন্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, ইরান এ কাজ করে না।#
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।